বিজেপি`র বিজ্ঞাপনে `শ্রীকৃষ্ণ` মোদী

আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের প্রার্থী নির্বাচনের বিষয়ে এখনও গুরুতর মতবিরোধ রয়েছে বিজেপি`র অন্দরমহলে। অস্পষ্টতার এই আবহের মধ্যেই নিপুণভাবে নিজেকে দলের `সারথি` হিসেবে তুলে ধরলেন নরেন্দ্রভাই দামোদরদাস মোদী।

Updated By: Apr 7, 2012, 11:50 AM IST

আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের প্রার্থী নির্বাচনের বিষয়ে এখনও গুরুতর মতবিরোধ রয়েছে বিজেপি`র অন্দরমহলে। অস্পষ্টতার এই আবহের মধ্যেই নিপুণভাবে নিজেকে দলের `সারথি` হিসেবে তুলে ধরলেন নরেন্দ্রভাই দামোদরদাস মোদী।
শুক্রবার গুজরাতের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত একটি বিজ্ঞাপনে দেখা গেছে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথির আসন অলঙ্কৃত করা শ্রীকৃষ্ণের আদলে মোদীর ছবি। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর অতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আমরেলি জেলা বিজেপি সভাপতি ভারত কামদার-এর তরফে প্রকাশিত এই বিজ্ঞাপনে রাজ্য বিজেপি সভাপতি আর সি ফালডু রয়েছেন `অর্জুন`-এর ভূমিকায়। মহাভারতের অন্য চার পাণ্ডবের ভূমিকায় রয়েছেন রাজ্য বিজেপি`র চার নেতা- বিজয় রূপানি, পুরুষোত্তম রুপালা, আই কে জাদেজা এবং ভারত কামদার স্বয়ং। তাত্‍পর্যপূর্ণভাবে এই বিজ্ঞাপনে অনুপস্থিত গান্ধীনগরের বিজেপি সাংসদ লালকৃষ্ণ আডবাণী। প্রসঙ্গত, শনিবার বিকেলে সৌরাষ্ট্রের কৃষকদের কাছে বিজ্ঞানভিত্তিক চাষের উপযোগিতার কথা তুলে ধরতে `কিষাণ যাত্রা` শুরু করবেন গুজরাত বিজেপি`র সভাপতি আর সি ফালাডু। আর তাঁর এই যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মোদী স্বয়ং।

.