স্বচ্ছভারত অভিযানের মেয়েদের মুখ হতে চলেছেন অনুষ্কা শর্মা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের ২ অক্টোবর ঘোষণা করেছিলেন স্বচ্ছভারত অভিযান প্রকল্প। কথা দিয়েছিলেন আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের দেশ হয়ে উঠবে একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কতটা বাস্তবায়িত হয়েছে, তা তো দেশের মানুষই বলবেন। তবে, আপাতত যেটা খবর, সেটা হল স্বচ্ছভারত অভিযান প্রকল্পের এবার মেয়েদের মুখ হতে চলেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। খবর এমনই।

Updated By: Jan 31, 2017, 01:31 PM IST
স্বচ্ছভারত অভিযানের মেয়েদের মুখ হতে চলেছেন অনুষ্কা শর্মা?

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের ২ অক্টোবর ঘোষণা করেছিলেন স্বচ্ছভারত অভিযান প্রকল্প। কথা দিয়েছিলেন আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের দেশ হয়ে উঠবে একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কতটা বাস্তবায়িত হয়েছে, তা তো দেশের মানুষই বলবেন। তবে, আপাতত যেটা খবর, সেটা হল স্বচ্ছভারত অভিযান প্রকল্পের এবার মেয়েদের মুখ হতে চলেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। খবর এমনই।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন উত্তরপ্রদেশ নির্বাচনে সবথেকে ধনী প্রার্থীর সম্পত্তির পরিমাণ কত জানেন?

সূত্রের খবর, ফিল্মি দুনিয়ায় অনুষ্কা শর্মার পারফরম্যান্সের কথা মাথায় রেখেই তাঁকে এই প্রকল্পের মেয়েদের মুখ করার কথা ভাবা হয়েছে। অনুষ্কার মাধ্যমে শহর এবং গ্রামের মেয়েদের মধ্যেও দেশকে পরিষ্কার করার সচেতনতা গড়ে তুলতে চাইছে সরকার। অমিতাভ বচ্চন এই প্রকল্পের মুখ হিসেবে নিজের সেরাটা নিংড়ে দিয়েছেন। এবার আশা করা যায়, এমন গুরুদায়িত্ব পেয়ে, নিজের সেরাটা পর্দার বাইরেও নিংড়ে দেবেন অনুষ্কা শর্মা। যাতে দেশ হয়ে উঠবে সত্যিই পরিষ্কার-পরিচ্ছন্ন। যেমন, মেয়েরা তাঁদের ঘরকে অতি যত্নসহকারে পরিষ্কার করে রাখে।

আরও পড়ুন  আজ থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন

.