পুলওয়ামা হামলায় শহিদদের স্মরণে মঙ্গলবার ২ মিনিটের নীরবতা পালন করবে গোটা দেশ

মঙ্গলবার ঠিক বেলা ৩টেয় ২ মিনিট নীরবতা পালন করবেন কোটি কোটি ভারতবাসী। কর্মসূচিতে যোগ দিয়ে আপনিও সামিল হতে পারেন তাঁদের সঙ্গে। 

Updated By: Feb 18, 2019, 04:27 PM IST
পুলওয়ামা হামলায় শহিদদের স্মরণে মঙ্গলবার ২ মিনিটের নীরবতা পালন করবে গোটা দেশ

নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ। ৪০ জন শহিদের পরিবারের সঙ্গে কাঁদছে গোটা ভারত। একই সঙ্গে কেন্দ্রের ওপর বাড়ছে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের চাপ। শোকের সময় ভাবাবেগকে আরও মজবুত বন্ধনে বাঁধতে মঙ্গলবার ২ মিনিটের নীরবতা পালন করবে গোটা দেশ। লক্ষ্য শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রের প্রতি চাপ বৃদ্ধি। 

গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। ঘটনার কিছুক্ষণের মধ্যেই তার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন জইস-ই-মহম্মদ। ওই বিস্ফোরণে শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। যার মধ্যে ২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। 

ঘটনার পর থেকেই দেশ জুড়ে জ্বলছে ক্ষোভের আগুন। ঘটনার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন নাগরিকদের একাংশ। সেই দাবিই কেন্দ্রের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার ঠিক বেলা ৩টেয় ২ মিনিট নীরবতা পালন করবেন কোটি কোটি ভারতবাসী। কর্মসূচিতে যোগ দিয়ে আপনিও সামিল হতে পারেন তাঁদের সঙ্গে। 

.