জল্পনা শেষ, কংগ্রেসে যোগ দিলেন নভজ্যোত সিং সিধু

জল্পনা শেষ। শেষপর্যন্ত কংগ্রেসে যোগ দিলেন নভজ্যোত সিং সিধু। সূত্রের খবর আজ সকালে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন সিধু। তারপরই সরকারিভাবে হাত শিবিরে নাম লেখানোর ঘোষণা। গত বছর সেপ্টেম্বরে বিজেপি ছাড়েন প্রাক্তন ক্রিকেটার। তাঁর অভিযোগ ছিল , দলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন না তিনি। এরপরই কংগ্রেসে নাম লেখান সিধুর স্ত্রী।

Updated By: Jan 15, 2017, 10:24 PM IST
 জল্পনা শেষ, কংগ্রেসে যোগ দিলেন নভজ্যোত সিং সিধু

ওয়েব ডেস্ক: জল্পনা শেষ। শেষপর্যন্ত কংগ্রেসে যোগ দিলেন নভজ্যোত সিং সিধু। সূত্রের খবর আজ সকালে কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন সিধু। তারপরই সরকারিভাবে হাত শিবিরে নাম লেখানোর ঘোষণা। গত বছর সেপ্টেম্বরে বিজেপি ছাড়েন প্রাক্তন ক্রিকেটার। তাঁর অভিযোগ ছিল , দলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন না তিনি। এরপরই কংগ্রেসে নাম লেখান সিধুর স্ত্রী।

আরও পড়ুন সেনা দিবসের সমাবেশে কড়া হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত

তারপর থেকে সিধুর হাত শিবিরে সামিল হওয়ার জল্পনা চলছিল। জল্পনা শুরু হয় অরিবন্দ কেজরিওয়ালে শিবিরে যোগ দেওয়া নিয়েও। তবে, শেষপর্যন্ত সেই জল্পনায় দাঁড়ি। হাতই ধরলেন প্রাক্তন ক্রিকেটার। 

আরও পড়ুন  নীল জার্সিতে প্রথম নেতা হয়ে কেদারকে নিয়ে হার্দিক শুভকামনায় বিরাট জয় কোহলির

.