মোদীর হাত ছাড়লেন চন্দ্রবাবু

রাজ্যভাগের পর অন্ধ্রকে নতুন করে গড়তে সাড়ে বারো হাজার কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। কিন্তু, তাতে খুশি নন চন্দ্রবাবু নায়ডু। তাঁর দাবি বিশেষ রাজ্যের মর্যাদা দিতে হবে অন্ধ্রকে। আর এনিয়ে টিডিপি-বিজেপি সংঘাতের শুরু।

Updated By: Mar 8, 2018, 08:35 AM IST
মোদীর হাত ছাড়লেন চন্দ্রবাবু

নিজস্ব প্রতিবেদন: ভাঙনের পথে এনডিএ। বিজেপির সঙ্গ ছাড়লেন চন্দ্রবাবু নায়ডু। পার্টি সুপ্রিমোর নির্দেশে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে চলেছেন টিডিপি-র দুই মন্ত্রী। রাজ্যভাগের পর অন্ধ্রকে নতুন করে গড়তে সাড়ে বারো হাজার কোটি টাকা বরাদ্দ করে কেন্দ্র। কিন্তু, তাতে খুশি নন চন্দ্রবাবু নায়ডু। তাঁর দাবি বিশেষ রাজ্যের মর্যাদা দিতে হবে অন্ধ্রকে। আর এনিয়ে টিডিপি-বিজেপি সংঘাতের শুরু।

আরও পড়ুন- এনডিএ-তে ভাঙনের ইঙ্গিত, বিজেপির সঙ্গ ছাড়তে পারেন চন্দ্রবাবু নাইডু

শুরু থেকেই টিডিপি-র দাবি মানতে নারাজ কেন্দ্র। শেষপর্যন্ত সেটাই বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াল। মন্ত্রিসভা ছাড়ার পরই সাংবাদিক সম্মেলন করে তোপ দাগেন চন্দ্রবাবু নায়ডু।  তাঁর অভিযোগ, তাঁরা বরাবর কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করলেও, প্রতিশ্রুতিভঙ্গ করেছে মোদী সরকার। দলীয় সাংসদ-বিধায়কদের সঙ্গে সুদীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রাজ-শুভশ্রীর রেজিস্ট্রি এবং আংটি বদলের এই ভিডিও দেখেছেন!

.