কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘভাতা বাড়ল ২ শতাংশ

এই মহার্ঘভাতা বৃদ্ধির ফলে উপকৃত হবেন ৪৮.৪১ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬১.১৭ লক্ষ পেনশনভোগী। অন্যদিকে, এই বর্ধিত হারে মহার্ঘভাতা দেওয়ার জন্য কেন্দ্রের বছরে অতিরিক্ত খরচ হবে ৬ হাজার ৭৭ কোটি টাকা।

Updated By: Mar 7, 2018, 08:57 PM IST
কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘভাতা বাড়ল ২ শতাংশ
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশভোগীদের জন্য সুখবর। একলাফে মহার্ঘভাতা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ১ জানুয়ারি, ২০১৮ থেকেই এই নতুন হার লাগু করা হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে হওয়া বৈঠকে মহার্ঘভাতা বাড়ানোর পক্ষে অনুমোদন দেওয়া হয়। বর্ধিত হারে মহার্ঘভাতা পেনশন প্রাপকদের জন্যও লাগু হচ্ছে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই মহার্ঘভাতা বৃদ্ধির ফলে উপকৃত হবেন ৪৮.৪১ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬১.১৭ লক্ষ পেনশনভোগী। অন্যদিকে, এই বর্ধিত হারে মহার্ঘভাতা দেওয়ার জন্য কেন্দ্রের বছরে অতিরিক্ত খরচ হবে ৬ হাজার ৭৭ কোটি টাকা।

আরও পড়ুন- এনডিএ-তে ভাঙনের ইঙ্গিত, বিজেপির সঙ্গ ছাড়তে পারেন চন্দ্রবাবু নাইডু

.