Lok Sabha Election 2024 Exit Polls: বাংলায় ফিকে তৃণমূল, দেশজুড়ে অটুট মোদী ম্যাজিক

Lok Sabha Election 2024 Exit Polls: এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী দক্ষিণে ভালো ফল করতে পারে এনডিএ। বিশেষ করে কর্ণাটকে। পাশাপাশি উত্তরভারত, পশ্চিম ভারত ও মধ্য ভারতে ভালো ফল করবে এনডিএ

Updated By: Jun 1, 2024, 08:30 PM IST
Lok Sabha Election 2024 Exit Polls: বাংলায় ফিকে তৃণমূল, দেশজুড়ে অটুট মোদী ম্যাজিক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটের শেষ দফা শেষ হতেই একে একে আসতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। রাজ্য ধরে ধরে হিসেব করলে দেখা যাচ্ছে অধিকাংশ রাজ্যে এগিয়ে রয়েছে এনডিএ জোট। তবে কোথায় এনডিএকে চারশো পার করে দেওয়া হয়নি। তবে বুথ ফেরত সমীক্ষার আগেই মল্লিকার্জুন খাড়গের কথা মতো ইন্ডিয়া জোট পাবে ২৯৫ আসন। তবে অধিকাংশ বুথ ফেরস সমীক্ষা বলছে একেবারে উল্টো কথা।

আরও পড়ুন-ইন্ডিয়া জোটের বৈঠকে নেই তৃণমূল! 'বিভাজনের চেষ্টা করবেন না', বললেন খাড়গে!

এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী দক্ষিণে ভালো ফল করতে পারে এনডিএ। বিশেষ করে কর্ণাটকে। পাশাপাশি উত্তরভারত, পশ্চিম ভারত ও মধ্য ভারতে ভালো ফল করবে এনডিএ। ইন্ডিয়া টু ডে-র বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী

তামিলনাডুতে এনডিএ জোট পাবে ২-৪ আসন। ইন্ডিয়া ব্লক পাবে ৩৩-৩৭ আসন। এআইএডিএমকে ০-২ আসন।

কেরালায় এনডিএ জোট পাবে ২-৩ আসন। ইউডিএফ পাবে ১৭-১৮ আসন। এলডিএফ পাবে ০-১ আসন। কর্ণাটকে এনডিএ জোট পাবে ২৩-২৫ আসন। ইন্ডিয়া ব্লক পাবে ৩-৫ আসন।

 রাজস্থানে পাবে ১৬-১৯ আসন। ইন্ডিয়া ব্লক পাবে ৫-৭ আসন।

দিল্লিতে ৬-৭ আসন।

মধ্যপ্রদেশে ২৮-২৯ আসন পাবে এনডিএ, ইন্ডিয়া জোট ১ আসন।

গুজরাটে এনডিএ জোট পাবে ২৫-২৬ আসন। ইন্ডিয়া জোট পাবে ১ আসন।

ছত্তীসগঢ়ে এনডিএ পাবে ১০-১১ আসন। ইন্ডিয়া জোট পাবে ১ আসন।

ঝাড়খণ্ডে ৮-১০ আসন পাবে এনডিএ। ইন্ডিয়া জোট পাবে ১ আসন।

বিহারে ২৯-৩৩ আলন পাবে এনডিএ। ইন্ডিয়া জোট পাবে ৭-১০ আসন।

সি ভোটার

সি ভোটারের সমীক্ষা অনুয়ায়ী বাংলায় বিজেপি পেতে পারে ২৩-২৭ আসন। তৃণমূল পেতে পারে ১২-১৭ আসন। বাম-কংগ্রেস পেতে পারে ১-৩ আসন।

এনডি টিভি

এনডি টিভির সমীক্ষা অনুয়ায়ী ফের ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী। এনডিএ পাবে ৩৫০ আসন। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১২৫-১৫০ আসন।

ম্য়াট্রিজ

ম্য়াট্রিজের বুথ ফেরত সমীক্ষা অনুয়ায়ী এনডিএ পাবে ৩৫৩-৩৬৮ আসন। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১১৮-১৩৩ আসন।

জন কি বাত

জন কি বাত-এর সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে পারে ৩৬২-৩৯২ আসন। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১২৫ আসন। অন্যান্যরা পেতে পারে ৪৭ আসন।

রিপাবলিক ভারত ও ম্যাট্রিজ

রিপাবলিক ভারত ও ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে পারে ৩৫৩-৩৬৮ আসন। ইন্ডিয়া পেতে পারে ১৫৪ আসন। অন্যান্যরা পেতে পারে ৪৩-৪৮ আসন।

রিপাবলিক টিভি-পি মার্ক

রিপাবলিক টিভি-পি মার্কের সমীক্ষা অনুয়ায়ী এনডিএ পেতে পারে ৩৫৯ আসন। ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৫৪ আসন। অন্যান্যরা ৩০ আসনে পেতে পারে।

এবিপি-সি ভোটার

এখনওপর্যন্ত পাওয়া সমীক্ষা অনুযায়ী এনিডিএ পেতে পারে ১৭৫-২০৭ আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ৯৪-১১৭ আসন। অন্যরা পেতে পারে ১-৭ আসন।

ম্যাট্রিজ

বাংলায় ২১-২৫ আসন পাবে বিজেপি।

সিএনএক্স

বাংলায় বিজেপি পেতে পারে ২২-২৬ আসন। তৃণমূল পেতে পারে ১৪-১৮ আসন।

রিপাবলিক ভারত-ম্যাট্রিজ

বাংলায় বিজেপি পেতে পারে ২১-২৫ আসন। ১৬-২০ আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.