করোনার কারণে যারা NEET-এ বসতে পারেননি তাদের পরীক্ষা নেওয়া হবে ১৪ অক্টোবর

ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছিল NEET ২০২০ এর ফল প্রকাশিত হবে ১২ অক্টোবর। কিন্তু আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন ফল বের হবে ১৬ অক্টোবর

Updated By: Oct 13, 2020, 01:07 AM IST
 করোনার কারণে যারা NEET-এ বসতে পারেননি তাদের পরীক্ষা নেওয়া হবে ১৪ অক্টোবর
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা NEET-র ফল প্রকাশিত হচ্ছে। তার আগে ফের একদফা ওই পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-'নিলেমের ঘরবাড়ি আসবাবে'ই এ বার অর্থনীতির নোবেল

কারা বসবেন ওই পরীক্ষায়? করোনা সংক্রমণের কারণে যেসব পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি বা যেসব পরীক্ষার্থী কনটেনমেন্ট জোনে থাকতেন তাঁরা পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা নেওয়া হবে ১৪ অক্টোবর। ফল প্রকাশিত হবে ১৬ অক্টোবর।

উল্লেখ্য, এর আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছিল NEET ২০২০ এর ফল প্রকাশিত হবে ১২ অক্টোবর। কিন্তু আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন ফল বের হবে ১৬ অক্টোবর। তবে এনিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি NTA।

আরও পড়ুন-কিডনির নার্ভে 'ওয়েভ শক'-এ নিরাময় বহু রোগের, কলকাতার চিকিৎসকদের মুকুটে নয়া সাফল্যের পালক!
 
প্রসঙ্গত, করোনা সংক্রমণের আতঙ্কের মধ্যেই গত ১৩ সেপ্টেম্বর নেওয়া হয়েছিল NEET। তার আগে পরীক্ষা পিছিয়ে দেওয়া দাবিতে সরব হয় বিভিন্ন রাজ্য। মামলা ওঠে সুপ্রিম কোর্টে। পরীক্ষার্থীদের একাংশ সুপ্রিম কোর্টে আবেদন করেন, করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হোক। দেশের বিভিন্ন অংশে বন্যায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। তাই পরীক্ষার সূচি বদল করা হোক। আদালত সেই আবেদন বাতিল করে দেয়। শেষপর্যন্ত ১৩ তারিখ পরীক্ষায় বসেন ১৫.৯৭ লাখ পরীক্ষার্থী।

.