New Delhi: 'Afghan ভাই-বোনদের পাশে দাঁড়াবে ভারত', জরুরি বৈঠকে বার্তা Modi-র

আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Updated By: Aug 18, 2021, 08:55 AM IST
 New Delhi: 'Afghan ভাই-বোনদের পাশে দাঁড়াবে ভারত', জরুরি বৈঠকে বার্তা Modi-র

নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতি নিয়ে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মন্ত্রিসভার সেই জরুরি বৈঠকে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারকার্য নিয়ে আলোচনা করলেন তিনি। সূত্রের খবর, পাশাপাশি আফগান নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

এদিন প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) ডাকা সেই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), অর্থ মন্ত্রী নির্মলা সীতারমণ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, "ভারতের দিকে সাহায্যের আশায় রয়েছেন আফগান ভাই-বোনেরা। তাঁদের পাশে দাঁড়াবে নয়াদিল্লি।" মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী সাফ বার্তা, কেবল আমাদের নাগরিকদের নয়, আফগানিস্তান ফেরত হিন্দু ও শিখ উদবাস্তুদেরও সাহায্য করবে ভারত। এমনকী আফগান ভাই-বোনদেরও পাশে থাকবে ভারত। 

আরও পড়ুন: William Carey: বিচিত্র কর্মময় জীবন উইলিয়ামের, স্মৃতিটুকু আজও অম্লান

আরও পড়ুন: Tripura: প্রতিহিংসার রাজনীতি! TMC নেতাদের থাকতে দিয়ে 'বিপাকে' হোটেল কর্তৃপক্ষ

কাবুলে ভারতীয় দূতাবাসে কাজ করে এমন ১৪০ জনকে মঙ্গলবারই ফিরিয়ে এনেছে নয়াদিল্লি। এছাড়া কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেছেন মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি জে বিলকিনের সঙ্গে। বিমানবন্দরের দ্রুত পরিষেবা নিয়েই কথা হয়। আফগানিস্তানে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ সেল করেছে বিদেশ মন্ত্রক। নির্দিষ্ট মেইল আইডি ও ফোননম্বরও চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বর-+৯১৯৭১৭৭৮৫৩৭৯  এবং  MEAHHelpdeskindia@gmail.com।     

.