এবার হিন্দি ওয়েবসাইট আনল জি নিউজ
বাংলার পরে এবার হিন্দিতে। জি নেটওয়ার্ক নিয়ে এল আর এক নতুন ওয়েবসাইট www.zeenews.com/Hindi
বাংলার পরে এবার হিন্দিতে। জি নেটওয়ার্ক নিয়ে এল আর এক নতুন ওয়েবসাইট www.zeenews.com/Hindi। দেশবিদেশে ছড়িয়ে থাকা হিন্দিভাষী বিপুল জনসংখ্যার
চাহিদার কথা মাথায় রেখেই নতুন এই ওয়েবসাইটটি নিয়ে এসেছে জি নেটওয়ার্কস।
দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নতুন ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে `জি নিউজ`-এর এডিটর সতীশ কে সিং বলেন, তাঁদের একমাত্র উদ্যেশ্য মানুষের কাছে সঠিক খবর দ্রুত পৌঁছে দেওয়া।
হিন্দি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের জগতে `জি নিউজ`-এর অবির্ভাবের আগে যথেষ্ট শূন্যতা ছিল। সেই ফাঁক ভরাট করেছে জি নিউজ। এবার হিন্দি অন্তর্জাল সংবাদের ক্ষেত্রেও নতুন ওয়েবসাইটটি শূন্যস্থান পূরণে সমর্থ হবে বলে আশা প্রকাশ করেন সতীশ কে সিং।