সাবেক মান্থলির দিন শেষ আসছে নতুন 'রেল কার্ড', ইঙ্গিত রেলের
লোকাল ট্রেনের মান্থলি টিকিট হয়ত উঠে যেতে পারে। রেল মন্ত্রকের তরফ থেকে সেরকমই ইঙ্গিত। মান্থলির বদলে 'ডিজিটাল ইন্ডিয়ান'রা এবার পেতে পারেন 'রেল কার্ড'।
ওয়েব ডেস্ক: লোকাল ট্রেনের মান্থলি টিকিট হয়ত উঠে যেতে পারে। রেল মন্ত্রকের তরফ থেকে সেরকমই ইঙ্গিত। মান্থলির বদলে 'ডিজিটাল ইন্ডিয়ান'রা এবার পেতে পারেন 'রেল কার্ড'।
সারা দেশ জুড়ে লোকাল ট্রেনের ১কোটি ১০ লক্ষ নিত্য যাত্রীর হাতে ৩১ টি ব্যাঙ্কের সাহায্যে অত্যাধুনিক প্রযুক্তির 'রেল কার্ড' দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এক শীর্ষস্থানীয় রেলকর্তা। এই কার্ড যুক্ত সরাসরি থাকবে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে।
আরও পড়ুন- ছাত্রীদের ঋতুস্রাব ও গর্ভাবস্থার বিষয়ে জানতে চাইছে বিশ্ববিদ্যালয়
মোট তিন ধরনের কার্ড থাকবে-সিলভার, গোল্ড ও প্ল্যাটিনাম। একমাসের টিকিটের জন্য হবে সিলভার কার্ড, ছয় মাসের জন্য গোল্ড কার্ড এবং একবছরের টিকিটের জন্য আসতে পারে সিলভার কার্ড।
এস.বি.আই, পি.এন.বি, এইচ.ডি.এফ.সি, আই.সি.আই.সি.আই-এর মতো ব্যাঙ্কগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধা হতে পারে। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে এই নতুন পরিষেবা মুম্বাইয়ে চালু হতে পারে। সফল হলে কলকাতা, চেন্নাইয়ের মতো শহরেও শুরু হবে এই নতুন রেল কার্ড।