সুদ কমল ইপিএফ ডিপোজিটে, নতুন হার ৮.৬৫%
সুদ কমল ইপিএফ ডিপোজিটে। আজ ইপিএফও-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হল নতুন সুদের হার-৮.৬৫।
ওয়েব ডেস্ক: সুদ কমল ইপিএফ ডিপোজিটে। আজ ইপিএফও-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হল নতুন সুদের হার-৮.৬৫।
প্রসঙ্গত, এবছরের প্রথম দিকে অর্থমন্ত্রকের তরফে বলা হয়, এই সুদের হার ৮.৮ থেকে কমিয়ে ৮.৭ করা হবে। গত সেপ্টেম্বরে সরকার ক্ষুদ্র সঞ্চয়ের উপর থেকে সুদের হার ০.১ শতাংশ কমিয়ে দিয়েছিল। ২০১৬-১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর কোয়ার্টারের জন্য এই হার নির্ধারিত হয়েছিল।
আরও পড়ুন- মুসলিম সরকারি কর্মচারীরা এবার এই সুযোগ পাবেন
এদিকে, মনে করা হয়েছিল চলতি অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সম্ভবত বদলাচ্ছে না। EPFO সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। গত অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল ৮.৮%। সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪ কোটিরও বেশি চাকুরিজীবীর প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট রয়েছে EPFO-তে।