গেরুয়া শিবিরের নেতার ছেলের নামে হল নতুন প্রজাতির সাপের নামকরণ

এটি বোইগা প্রজাতির সাপ বলে জানিয়েছেন সর্প বিশারদরা। 

Updated By: Sep 27, 2019, 02:21 PM IST
গেরুয়া শিবিরের নেতার ছেলের নামে হল নতুন প্রজাতির সাপের নামকরণ

নিজস্ব প্রতিবেদন : নতুন প্রজাতির সাপ। আর তার নামকরণ হল শিবসেনার নেতা উদ্ভব ঠাকরের ছোট ছেলে তেজস ঠাকরের নামে। মহারাষ্ট্রের সতারা জেলার কোয়না এলাকা থেকে নতুন প্রজাতির এই সাপের খোঁজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, স্থানীয় লোকজন এই প্রজাতিকে বিল্লি সাপ বলে থাকেন। তবে এটি বোইগা প্রজাতির সাপ বলে জানিয়েছেন সর্প বিশারদরা। 

আরও পড়ুন-  গোরক্ষপুরে শিশুদের প্রাণ বাঁচিয়েও আট মাস জেল, টানা ২ বছর পর ক্লিনচিট পেলেন ডা কাফিল খান

তেজস ঠাকরে এই প্রজাতির সাপ খুঁজে বের করেছিলেন ২০১৫ সালে। তার পর এই প্রজাতির সাপের জীবচক্র ও কার্যকলাপ নিয়ে বিস্তর গবেষণা করেছিলেন। তার পর এই প্রজাতির সাপ সম্পর্কে যাবতীয় তথ্য দেন সর্প বিশারদদের। এর পরই নতুন প্রজাতির সাপের নামকরণ তাঁর নামে করার সিদ্ধান্ত হয়। ঠাকরেজ ক্যাট স্নেক নামকরণ করা হয়েছে এই প্রজাতির সাপের। তেজস ঠাকরের দাদা আদিত্য ঠাকরের এই সাপের ছবি টুইটারে শেয়ার করেছেন। অন্য একটি টুইটে আদিত্য লিখেছেন, ''আমার ভাই এই নতুন প্রজাতির সাপের খোঁজ পেয়েছে পশ্চিমঘাট থেকে।'' 

.