নজর ছিল শাশুড়ির গয়নার দিকে, বিয়ের পরেই বৌমার কাজ হাসিল
স্ত্রী উত্তরপ্রদেশের বাঘপাত গ্রামের মেয়ে। জানা গিয়েছে, তাঁর পরিবারের খোঁজও পাওয়া যাচ্ছে না।
নিজস্ব প্রতিবেদন: বউ যখন ডাকাত! কাক ভোরে বউ পালল উত্তর প্রদেশে। তাও আবার একেবারে ডাকাতি করে পালিয়েছে সে। ৭০,০০০ টাকা সঙ্গে সোনার গয়না নিয়ে ধাঁ নতুন বৌমার। দেখে শুনে ছেলের বিয়ে দিয়েও শান্তি নেই। থানায় গিয়ে এমনই অভিযোগ করল শ্বশুড় শাশুড়ি।
প্রাথমিকভাবে ঘটনা শুনে মনে করা হচ্ছে, একেবারে Happy Bhag jayegi ছবির বাস্তবায়ন। সিমভালকা গ্রামের ছেলে পিঙ্কু শামলি থানায় বৌয়ের নিঁখোজ ডায়েরির সঙ্গে চুরির অভিযোগও করেছে। শাশুড়ি অভিযোগ করেছেন, ২৬ ডিসেম্বরের রাতে বৌমা শাশুড়ির গয়না সঙ্গে বাড়ির অন্য সদস্যদেরও গয়না নিয়ে পালিয়েছে সে।
পিঙ্কু জানিয়েছেন, তাঁর স্ত্রী উত্তরপ্রদেশের বাঘপাত গ্রামের মেয়ে। জানা গিয়েছে, তাঁর পরিবারের খোঁজও পাওয়া যাচ্ছে না।