প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি টার্গেটে দিল্লি, গোয়েন্দা সূত্রে খবর

পাঠানকোটের পর এবার কী  নয়াদিল্লির পালা?  ইতিমধ্যেই, ২ জইশ-এ- মহম্মদ জঙ্গি রাজধানীতে ঢুকে পড়েছে। আত্মঘাতী হামলা হতে পারে দিল্লির জনবহুল জায়গাগুলিতে।  আজ সকালে নয়াদিল্লি স্টেশনে বোমাতঙ্কের জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হল ট্রেন চলাচল।

Updated By: Jan 3, 2016, 06:49 PM IST
প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি টার্গেটে দিল্লি, গোয়েন্দা সূত্রে খবর

ওয়েব ডেস্ক: পাঠানকোটের পর এবার কী  নয়াদিল্লির পালা?  ইতিমধ্যেই, ২ জইশ-এ- মহম্মদ জঙ্গি রাজধানীতে ঢুকে পড়েছে। আত্মঘাতী হামলা হতে পারে দিল্লির জনবহুল জায়গাগুলিতে।  আজ সকালে নয়াদিল্লি স্টেশনে বোমাতঙ্কের জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হল ট্রেন চলাচল।

প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি টার্গেটে দিল্লি।  গোয়েন্দা সূত্রে খবর, ইতিমধ্যেই হামলার উদ্দেশে দিল্লিতে ঢুকে পড়ছে দুই জৈশ-এ-মহম্মদ জঙ্গি।

জইশ নিশানায় দিল্লি?

পাঠানকোট সেনাঘাঁটির পর জৈশ জঙ্গিদের পরবর্তী টার্গেট নয়াদিল্লি। রাজধানীর জনবহুল এলাকাগুলিকে টার্গেট করতে পারে পাক জঙ্গি সংগঠনটি।  গোয়েন্দা সূত্রে  দাবি, হামলার উদ্দেশ্যে নয়াদিল্লিতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে আত্মঘাতী ২ জৈশ-এ-মহম্মদ জঙ্গি। রেলস্টেশন, এয়ারপোর্ট,  পর্যটন কেন্দ্রগুলির মতো জনবহুল এলাকায় আত্মঘাতী হামলার আশঙ্কা।

নয়াদিল্লির নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার তড়িঘড়ি বৈঠক করেন দিল্লির পুলিস চিফ BS বাসি।জনবহুল জায়গাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছুটির  সকালে বোমাতঙ্কে কাঁপল দিল্লি রেলস্টেশনও।  দিল্লি থেকে  কানপুর গামী ট্রেনে বোমা রাখা আছে। ইমেল মারফত হুমকি পাওয়ার পরই নড়চড়ে বসে প্রশাসন। জানানো হয় রেলওয়ে বোর্ডকেও। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় নয়াদিল্লি রেল স্টেশন।  আশেপাশের সবকটি স্টেশনে ট্রেন থামিয়ে তল্লাসি শুরু হয়। গাজিয়াবাদে থামিয়ে দেওয়া হয় শতাব্দী এক্সপ্রেস। ট্রেন খালি করে চলে তল্লাসি।  একাধিক ট্রেন অন্যরুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। যদিও, কোনও জায়গা থেকেই সন্দেহজনক কিছু মেলেনি।

সামনেই প্রজাতন্ত্র দিবস। তার আগে পাঠানকোটে হামলা ও দিল্লিতে জঙ্গি ঢুকে পড়ার খবরে  ঘুম উড়েছে  প্রশাসনের।

.