NIA-এর জালে আল কায়দা লিঙ্কম্যান দাউদ সুলেমন

কর্মসূত্রে তথ্যপ্রযুক্তি কর্মী। নাম দাউদ সুলেমান। ২৩ বছরের এই ভারতীয় যুবক আল কায়দার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবার নিজের দেশের বিরুদ্ধেই জেহাদ ঘোষণা করল। আর তা করতে গিয়ে NIA-এর হাতে ধরা পড়ল চেন্নাইয়ে।

Updated By: Nov 30, 2016, 04:02 PM IST
NIA-এর জালে আল কায়দা লিঙ্কম্যান দাউদ সুলেমন
প্রতীকী ছবি

ওয়েব ডেস্ক : কর্মসূত্রে তথ্যপ্রযুক্তি কর্মী। নাম দাউদ সুলেমান। ২৩ বছরের এই ভারতীয় যুবক আল কায়দার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবার নিজের দেশের বিরুদ্ধেই জেহাদ ঘোষণা করল। আর তা করতে গিয়ে NIA-এর হাতে ধরা পড়ল চেন্নাইয়ে।

আরও পড়ুন- ফিদেলের শেষকৃত্যে যোগ দিতে কিউবায় রাজনাথ সিং

জানা গেছে, আল কায়দার আদর্শে অনুপ্রাণিত দাউদ। আর সেই আদর্শ মেনেই দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় সন্ত্রাসবাদী কার্জকলাপ চালানোর চেষ্টা করছিল। তার তালিকায় ছিল কর্ণাটকের আদালত সহ একাধিক এলাকা। এখানেই শেষ নয়, তাকে জেরা করে দক্ষিণ ভারতের একাধিক বিস্ফোরণ মামলায় তার যোগের কথা জানতে পেরেছে NIA। তদন্তে আরও জানা গেছে, ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা ও তাতে মানুষকে অনুপ্রাণিত করার দায়িত্বই ছিল তার ওপর।

বিটেক পাশ করার পর একটি তথ্য প্রযুক্তি সংস্থায় সিস্টেম অ্যানালিস্ট হিসেবে চাকরি করত দাউদ। চেন্নাই থেকে তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। বর্তমানে দাউদ NIA-র হেফাজতে রয়েছে।

.