Maharashtra: ঘরের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে মৃতদেহ, একই পরিবারের ৯ জনের মৃত্যুতে তুঙ্গে রহস্য
মুম্বই থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সাংলির মহিসালের ওই ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিস
নিজস্ব প্রতিবেদন: ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। কোথাও ৩টি, কোথাও দুটি। এভাবেই ঘরের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে মোট ৯টি মৃতদেহ। মহরাষ্ট্রের সাংলির একটি পরিবারের ওই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা রাজ্য়ে।
মুম্বই থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সাংলির মহিসালের ওই ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিস। সাংলির এসপি দিক্ষিত গেদাম সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'বাড়িতে মোট ৯টি মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি জায়গায় পাওয়া গিয়েছে ৩টি মৃতদেহ। বাকী ৬টি মৃতদেহ ঘরের বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে। মৃত্যু কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।'
Maharashtra | Nine dead bodies have been recovered in Mhaisal village of Sangli district, out of which three bodies have been recovered from one house and 6 dead bodies from the other house. The forensic team is present on the spot: Dixit Gedam, SP Sangli pic.twitter.com/gMVc0kAoXw
— ANI (@ANI) June 20, 2022
মৃতদের পরিচয়ও পাওয়া গিয়েছে। পুলিস সূত্রে খবর, নিহতেরা হলেন পোপাট ইয়ালাপ্পা ভানমোর(৫২), সঙ্গীতা পোপাট ভানমোর(৪৮), অর্চনা পোপাট ভানমোর(৩০), সুভম পোপাট ভানমোর(২৮), মানিক ইয়ালাপ্পা ভানমোর(৪৯), রেখা মানিক ভানমোর(৪৫), আদিত্য মানিক ভানমোর(১৫), অনিতা মানিক ভানমোর(২৮) ও আক্কাটাই মানিক ভানমোর(৭২)।
আরও পড়ুন-পরক্ষে শুভেন্দুকে 'দাদামণি' খোঁচা মমতার! "আমাকে ভাইসোনা বলা উচিত" জবাব বিরোধী নেতার