আইন বদলেছে, সমাজ বদলেছে কি? এক বছর পরও প্রতিদিন মেয়ের কান্না শুনতে পান নির্ভয়ার বাবা
এক বছর আগে রাজধানীর রাস্তায় নারকীয় ঘটনার শিকার হয়েছিল মেয়ে। বিক্ষোভের জেরে ১৩ দিনের লড়াইয়ে তাঁর মেয়ে হয়ে উঠেছিলেন ভারতের মেয়ে। গণতন্ত্রে চৌকাঠ পেরিয়ে বদলেছে দেশের আইন। কিন্তু, বদলেছে কি মানুষের ভাবনা? ধর্ষিতার প্রতি আজও কি বদলেছে ধারনা? ঘটনার এক বছর পরও পরিস্থিতি একই রয়েছ বলেই মনে করেন নির্ভয়ার বাবা।
Updated By: Dec 16, 2013, 08:30 AM IST