শহিদ জওয়ানদের ছেলেমেয়েদের শিক্ষার খরচ, ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার আবেদন প্রতিরক্ষামন্ত্রীর

গত বছর জুলাইয়ে সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, পড়াশোনার জন্য মাসিক ১০ হাজার টাকার বেশি দেওয়া ‌হবে না

Updated By: Feb 11, 2018, 02:13 PM IST
শহিদ জওয়ানদের ছেলেমেয়েদের শিক্ষার খরচ, ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার আবেদন প্রতিরক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: শহিদ ও শারীরিকভাবে অক্ষম সেনা জওয়ানদের সন্তানদের জন্য সরব হলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

নিহত ও অক্ষম জওয়ানদের সন্তানদের পড়াশোনার জন্য খরচ দেয় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। পড়াশোনার ফি ও হোস্টেল খরচ বাবদ ওই টাকা দেওয়া হয় শহিদ ও অক্ষম সেনানিদের সন্তানদের‍। এক্ষেত্রে সর্বোচ্চ সীমা ছিল মাসিক ১০ হাজার টাকা। নির্মলা সীতারমনের দাবি ওই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া দেওয়া হোক।

আরও পড়ুন-রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের ক্ষমতা দিন, সুপ্রিম কোর্টে আবেদন নির্বাচন কমিশনের

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে শহিদ ও অক্ষম সেনা কর্মীদের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সাহা‌য্য দিয়ে আসছে কেন্দ্র। কিন্তু গত বছর জুলাইয়ে সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, পড়াশোনার জন্য মাসিক ১০ হাজার টাকার বেশি দেওয়া ‌হবে না। এনিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রকে চিঠি লেখেন তিন শাখার প্রধানরা। তার পরই অর্থমন্ত্রকের কাছে এই আবেদন করলেন সীতারমন।

.