প্রথম মহিলা হিসেবে রিলায়েন্স বোর্ডে নিযুক্ত নীতা
রিলায়েন্সের প্রথম মহিলা ডিরেক্টর হলেন মুকেশ আম্বানি পত্নী নীতা আম্বানি। সম্প্রতি দেশের নতুন আইনে বলা হয়েছিল প্রতিটি প্রাইভেট সংস্থার বোর্ডে অন্তত একজন মহিলা সদস্য রাখতে হবে। এরপরই নীতা আম্বানির নাম ঘোষনা করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নীতা আম্বানিকে স্বাগত জানিয়েছেন শেয়ারহোল্ডাররা।
রিলায়েন্সের প্রথম মহিলা ডিরেক্টর হলেন মুকেশ আম্বানি পত্নী নীতা আম্বানি। সম্প্রতি দেশের নতুন আইনে বলা হয়েছিল প্রতিটি প্রাইভেট সংস্থার বোর্ডে অন্তত একজন মহিলা সদস্য রাখতে হবে। এরপরই নীতা আম্বানির নাম ঘোষনা করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নীতা আম্বানিকে স্বাগত জানিয়েছেন শেয়ারহোল্ডাররা।
সম্প্রতি ৯০ বছর বয়সে সংস্থার কাজ থেকে অবসর গ্রহণ করেছেন মুকেশ আম্বানির জেঠু রমনিকলাল এইচ আম্বানি। তাঁর জায়গায়ই দায়িত্বভার গ্রহণ করেছেন ৫০ বছরের নীতা আম্বানি। মুকেশ আম্বানি(৫৭) পরিচালিত বোর্ডে রয়েছেন রমনিকলালের দুই ছেলে নিখিল আর মেসওয়ানি ও হিতল আর মেসওয়ানি। রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির বড় ভাই রমনিকলাল। পরিবারের সদস্যদের বাইরে বোর্ডে রয়েছেন পি এম এস প্রসাদ ও পি কে কপিল।
রিলায়েন্স টাউনশিপ গঠন, জামনগরের ইকোলজিকাল ডেভেলপমেন্ট, সংস্থার বিভিন্ন রিটেল ও হেল্থকেয়ার প্রোগ্রাম, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল ও মুম্বই ইন্ডিয়ান্সের বিভিন্ন প্রকল্পে সক্রিয় ভাবে থেকেছেন নীতা।