নিঠারি হত্যাকাণ্ডের মূল অভিযুক্তের মৃত্যুদণ্ডের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ
ওয়েব ডেস্ক: নিঠারি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সুরিন্দর কোহলির মৃত্যুদণ্ডের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। দিল্লির কাছে একটি বাংলোয় একাধিক মহিলা ও শিশু হত্যায় অভিযুক্ত সুরিন্দর কোহলি। ওই মহিলা ও শিশুদের অঙ্গপ্রত্যঙ্গ পাচারের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। আদালতে সে নিজেকে নরখাদক বলে স্বীকারও করে। তারপর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত।
আজ কোহলির আইনজীবী রাম জেঠমালানি আদালতে বলেন, গুরুতর সাক্ষ্যপ্রমাণ চাপা পড়ে গেছে এই মামলায়। আদালত রায় দেওয়ার ক্ষেত্রে ভুল করেছে বলেও তিনি অভিযোগ করেন। মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আর্জি নিয়ে এই প্রথম ভরা আদালতে শুনানি হল সুপ্রিম কোর্টে।কোহলির আইনজীবীর সওয়ালের জবাবে প্রধান বিচারপতি এইচ এল দাত্তু সাফ জানান, আদালত কোনও ভুল করেনি। তাই ওই নির্দেশ পুনর্বিবেচনা অসম্ভব।