নীতীশ মন্ত্রিসভায় সম্ভবত উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন লালু-পুত্র তেজস্বী যাদব
বিহারে নীতীশ মন্ত্রিসভায় সম্ভবত উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন লালু-পুত্র তেজস্বী যাদব। মন্ত্রিসভায় থাকতে পারেন লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপও। বিহারের সম্ভাব্য মন্ত্রিসভায় থাকছেন ২৯ জন মন্ত্রী।
ওয়েব ডেস্ক: বিহারে নীতীশ মন্ত্রিসভায় সম্ভবত উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন লালু-পুত্র তেজস্বী যাদব। মন্ত্রিসভায় থাকতে পারেন লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপও। বিহারের সম্ভাব্য মন্ত্রিসভায় থাকছেন ২৯ জন মন্ত্রী।
আজই দুপুর দুটোয় পাটনার মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশকুমার। আরজেডি যে নয়া মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী পদ পাচ্ছে তা জানাই ছিল। তবে তেজস্বী না তেজপ্রতাপ, কে বসছেন উপ-মুখ্যমন্ত্রী পদে তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। কুর্সির দৌড়ে উঠে এসেছিল লালুর মেয়ে মিসার নামও। অবশেষে সেই ছবিটাই কিছু স্পষ্ট হল শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে। আপাতত সেই দৌড়ে এগিয়ে তেজস্বী। সূত্রের খবর, অর্থমন্ত্রী পদটিও পেতে পারে আরজেডি। সেক্ষেত্রে অর্থমন্ত্রী হতে পারেন লালু-ঘনিষ্ট আরজেডি নেতা আব্দুল বারি সিদ্দিকি।