প্রধানমন্ত্রীর দৌড়ে নেই: নীতীশ

রাজনৈতিক মহলের সব জল্পনা উড়িয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রিত্বের দৌড়ে তিনি নেই। তবে তাঁর দল নরেন্দ্র মোদীর মতো কোনও কট্টর নেতাকে যে এনডিএ`র প্রার্থী হিসেবে মেনে নেবে না, সে ইঙ্গিতও করেছেন নীতীশ কুমার।

Updated By: Jun 19, 2012, 12:29 PM IST

রাজনৈতিক মহলের সব জল্পনা উড়িয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রিত্বের দৌড়ে তিনি নেই। তবে তাঁর দল নরেন্দ্র মোদীর মতো কোনও কট্টর নেতাকে যে এনডিএ`র প্রার্থী হিসেবে মেনে নেবে না, সে ইঙ্গিতও করেছেন নীতীশ কুমার।
প্রধানমন্ত্রী পদে এনডিএ`র আগাম প্রার্থী ঘোষণা করা উচিৎ বলে মনে করেন তিনি। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্‍‍কারে তিনি বলেন, "এনডিএর ঘোষিত প্রার্থীকে সমস্ত শরিকদলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তাঁকে অবশ্যই ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রে আস্থাশীল হতে হবে।"
ওই দৈনিককে তিনি আরও জানান, ভারতের মতো বহু ধর্ম এবং বহু ভাষাভাষীর দেশে কোনও নেতার কাছ থেকেই কঠোর আচরণ কাম্য নয়। সবার সঙ্গে মানিয়ে চলতে পারলেই তিনি আস্থাভাজন হতে পারবেন।
নিজের প্রধানমন্ত্রীপদে প্রার্থী হওয়ার জল্পনাকে একেবারেই উড়িয়ে দিয়ে তিনি বলেন কোনও বড় দল থেকেই ওই গুরুত্বপূর্ণ পদের প্রার্থী নির্বাচিত হওয়া উচিত। তিনি বা তাঁর দল শুধু সহযোগীর ভূমিকা পালন করবেন। তবে তা-ও নির্ভর করছে জোটের নেতৃত্ব কার হাতে থাকছে, তার উপরে।

.