৫ লক্ষ টাকার ক্ষতি! ২ একর আখের ক্ষেতে আগুন ধরিয়ে দিলেন এক চাষি

তাঁর যে এত বড় ক্ষতি হয়ে গেল তার জন্য সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি।

Updated By: Jul 2, 2020, 12:30 PM IST
৫ লক্ষ টাকার ক্ষতি! ২ একর আখের ক্ষেতে আগুন ধরিয়ে দিলেন এক চাষি
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: লকডাউনের জেরে এখনও বন্ধ চিনির কল। আখের রস যাঁরা বিক্রি করতেন তাঁরাও বসছেন না। অগত্যা উপায় না পেয়ে নিজের ২ একর আখের ক্ষেতে আগুন ধরিয়ে দিলেন পঞ্জাবের কৃষক জগতার সিং।

ফরীদকোটের জগতার মোট ২ একর জমিতে আখ চাষ করেছিলেন। প্রায় ৮০০ কুইন্টাল আখ হয়েছিল। প্রথম দিকে স্থানীয় আখের রস ব্যবসায়ীকে কিছুটা বিক্রি করতে পারলেও পরে খোঁজ মেলেনি তাঁর। তাই বিকল্প উপায়ের সন্ধানে পুড়িয়ে ফেলতে হলো প্রায় ৫ লক্ষ টাকার আখ।

আরও পড়ুন: ফের দাদাগিরি! এবার ভারতের ভূখণ্ডে নিজেদের মানচিত্র এঁকে দিল চিন

এবার তিনি ধান চাষ করবেন এই জমিতে। কিন্তু তাঁর যে এত বড় ক্ষতি হয়ে গেল তার জন্য সরকারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি। জগতারের মতো আখ চাষিরা বছরে শুধুমাত্র স্থানীয় আখের রস বিক্রেতাদের আখ সরবরাহ করেই বছরে ২ লক্ষ টাকা রোজগার করতেন কিন্তু এবার তেমনটা হয়নি।

 

লকডাউন ঘোষণা হওযার পরেও চাষিদের বিধি নিষেধ থেকে কিছুটা মুক্তি দিয়েছিল পাঞ্জাব সরকার। কিন্তু কিনবে যে সেই তো নেই। পরিবহণ ব্যবস্থাও মেলেনি ঠিকঠাক। তাই আনলকের সময়েও এই উপায় বেছে নিতে হলো জাগতারকে।

 

.