এখনই বিজেপি সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নয়: শিবসেনা

বিজেপির সঙ্গে ফের জোট গড়া নিয়ে শিবসেনার সিদ্ধান্ত আপাতত ঝুলেই রইল। আজ মুম্বইয়ে দলীয় দফতরে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেন সেনাপ্রধান উদ্ধব ঠাকরে। বৈঠকে জোট গড়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে  পরিষদীয় দলের নেতা নির্বাচনের দায়িত্ব উদ্ধব ঠাকরের ওপরই ছেড়ে দিয়েছেন শিবসেনা বিধায়করা। এদিকে আজ সকালে  নীতীন গড়করির বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি সভাপতি অমিত শাহ।

Updated By: Oct 20, 2014, 06:23 PM IST
এখনই বিজেপি সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নয়: শিবসেনা

মুম্বই: বিজেপির সঙ্গে ফের জোট গড়া নিয়ে শিবসেনার সিদ্ধান্ত আপাতত ঝুলেই রইল। আজ মুম্বইয়ে দলীয় দফতরে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেন সেনাপ্রধান উদ্ধব ঠাকরে। বৈঠকে জোট গড়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে  পরিষদীয় দলের নেতা নির্বাচনের দায়িত্ব উদ্ধব ঠাকরের ওপরই ছেড়ে দিয়েছেন শিবসেনা বিধায়করা। এদিকে আজ সকালে  নীতীন গড়করির বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি সভাপতি অমিত শাহ।

বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রে সরকার গঠনের অনিশ্চয়তার জন্য দলীয় মুখপত্র সামনা-য় বিজেপিকেই দুষলেন শিবসেনা প্রধান।  উদ্ধব লিখেছেন, একা লড়ে বিজেপি ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। উল্টে শিবসেনার সঙ্গে বিজেপি জোট ভাঙায় ভোটে কংগ্রেস ও এনসিপির সুবিধা হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, সরকার গড়তে ফের জোটে সামিল হওয়া নিয়ে এখনও শিবসেনাকে চাপে রেখেছে বিজেপি। পদ্মশিবিরের ওপর পাল্টা চাপ তৈরির জন্যই উদ্ধব  এবার সরব হলেন।

.