শিলচরের সভায় হিন্দুত্বের তাস খেললেন মোদী, অরুণাচল নিয়ে চিনের দাবি নস্যাৎ করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী
উত্তরপূর্বাঞ্চলে ভোট প্রচারে গিয়ে হিন্দুত্বের তাস খেললেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। বাংলাদেশ থেকে চলে আসা হিন্দুদের ঠিকানা আর শরণার্থী শিবির নয়। শরণার্থীদের থাকার ব্যবস্থা করবে তাঁর সরকার। শনিবার অসমের শিলচরে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন মোদী।
উত্তরপূর্বাঞ্চলে ভোট প্রচারে গিয়ে হিন্দুত্বের তাস খেললেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। বাংলাদেশ থেকে চলে আসা হিন্দুদের ঠিকানা আর শরণার্থী শিবির নয়। শরণার্থীদের থাকার ব্যবস্থা করবে তাঁর সরকার। শনিবার অসমের শিলচরে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন মোদী।
ভোট প্রচারে গিয়ে বিদেশনীতি নিয়ে এই প্রথম মুখ খুলেছেন মোদী। তৃতীয় ফ্রন্টকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ করেছেন। উত্তর পূর্বাঞ্চলে বিজেপির প্রভাব বাড়ানোর লক্ষ্যে তিন রাজ্যে সফর করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। অরুণাচলপ্রদেশ, অসম ও ত্রিপুরা সফরে গিয়ে একাধিক ইস্যুতে কেন্দ্রকে বিঁধেছেন তিনি। ভোটব্যাঙ্ক রাজনীতির দিকে লক্ষ্য রেখেই অসমে হিন্দুত্বের তাস খেলেছেন মোদী। শিলচরের জনসভায় তিনি বলেছেন বাংলাদেশ থেকে আসা হিন্দুদের শরণার্থী শিবিরে থাকার সময় শেষ হয়ে এসেছে। তাঁর সরকার এদের স্থায়ী ঠিকানা দেবে।
অরুণাচলপ্রদেশের পাসিঘাটে সভা করতে গিয়ে নিডো তানিয়মের মৃত্যু নিয়ে সরব হয়েছেন। বিদেশনীতি ইস্যুতে মুখ খুলেছেন এই রাজ্যের মাটিতে দাঁড়িয়েই। অরুণাচলপ্রদেশ নিয়ে চিনের দাবি নস্যাত্ করে দিয়েছেন তিনি।
ত্রিপুরার আগরতলায় সভায় তৃতীয় ফ্রন্টকে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী।
তিনরাজ্যেই বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মোদীর দাবি প্রতিষ্ঠান বিরোধিতার এত তীব্র হাওয়া আগে কখনও দেখেননি। আসন্ন লোকসভা ভোটের পর কংগ্রেস দেশ থেকে মুছে যাবে বলেই মন্তব্য করেছেন মোদী।