দিল্লি মহিলার সম্মান রক্ষায় ব্যর্থ, রায় শীর্ষ আদালতের

রাজধানী দিল্লির রাস্তা মহিলাদের জন্য অসুরক্ষিত হয়ে উঠছে। সাম্প্রতিককালের কয়েকটি অপরাধের ঘটনার নিরিখে শুক্রবার সুপ্রিম কোর্ট এমনই মন্তব্য করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, "আমরা মহিলাদের মর্যাদা ও সম্মান রক্ষা করতে ব্যর্থ।" জনস্বার্থে করা একটি মমলায় রায় দিতে গিয়ে শীর্ষ আদালত এ কথা জানায়। সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, অপরাধের শিকার হওয়া মহিলাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বোর্ড গঠন করা উচিত।

Updated By: Jan 11, 2013, 07:14 PM IST

রাজধানী দিল্লির রাস্তা মহিলাদের জন্য অসুরক্ষিত হয়ে উঠছে। সাম্প্রতিককালের কয়েকটি অপরাধের ঘটনার নিরিখে শুক্রবার সুপ্রিম কোর্ট এমনই মন্তব্য করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, "আমরা মহিলাদের মর্যাদা ও সম্মান রক্ষা করতে ব্যর্থ।" জনস্বার্থে করা একটি মমলায় রায় দিতে গিয়ে শীর্ষ আদালত এ কথা জানায়। সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, অপরাধের শিকার হওয়া মহিলাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বোর্ড গঠন করা উচিত।
বিচারপতি দীপক মিশ্র ও কে এম রাধাকৃষ্ণনের বেঞ্চ এ দিন দিল্লি আইন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্রী নিপুণ সাকসেনার করা যাচিকায় এই নোটিস জারি করেছে। ক্ষতিপূরণ বোর্ড গঠন নিয়ে ১৬ বছর আগে করা আদালতের করা সুপারিশ লাগু না করার বিষয়টিকে বিচারপতিদের নজরে আনেন নিপুণ।
দুই বিচারপতির বিশেষ বেঞ্চ এ দিন জানায়, "শহরের নিরাপত্তা অবিলম্বে ফিরিয়ে আনতে হবে।" ১৬ ডিসেম্বর দিল্লির চলন্ত বাসে ২৩ বছরের তরুণীর গনধর্ষণের ঘটনাকে ব্যতিক্রমী বলে মানতে নারাজ সুপ্রিম কোর্ট। শহরে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তিতেই তা স্পষ্ট বলে জানিয়ছে বেঞ্চ।

.