কোনও রিপোর্টেই ধর্ষণের প্রমাণ মেলেনি, হাথরস কাণ্ডে সুপ্রিম কোর্টকে হলফনামা যোগীর সরকারের
বড়সড় অশান্তি এড়াতেই নাকি মাঝরাতে অন্তেষ্টি হয়েছে হাথরস কন্যার। এ দিন হাথরস নিয়ে সুপ্রিম কোর্টে এমনই যুক্তি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
নিজস্ব প্রতিবেদন: "রাজ্যকে বদনাম করতেই এই ষড়যন্ত্র, সবটাই জাতি হিংসার ছক।" হাথরস ধর্ষণের কোনও প্রমাণই পাওয়া যায়নি রিপোর্টে। সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। JJ হাসপাতালের প্রাথমিক মেডিক্যাল রিপোর্ট এসেছে। তবে সেখানে উল্লেখ নেই ধর্ষণের। পাশাপাশি পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছিল আগ্রার FSL-এও। এমনকী ধর্ষণের সম্ভাবনা উড়িয়েছে তাঁরাও। এ প্রসঙ্গে যোগী সরকারের দাবি, ষড়যন্ত্রেও তদন্ত হোক। জনস্বার্থ মামলায় হলফনামা দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
আরও পড়ুন: অনলাইনে আপত্তিকর জিনিস কিনে যোগীর বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিল যুবক
ঘটনায় যোগী সরকারের সাফাই, বড়সড় অশান্তি এড়াতেই নাকি মাঝরাতে অন্ত্যেষ্টি হয়েছে হাথরস কন্যার। এ দিন হাথরস নিয়ে সুপ্রিম কোর্টে এমনই যুক্তি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। পাশাপাশি হাথরসকাণ্ডে উদাহরণ দিতে বাবরি মামলার রায়ের তত্বও খাড়া করেছে যোগী সরকার। সফদরজং হাসপাতালের সামনে ধরনার যুক্তিকেও হাতিয়ার করেছেন উত্তরপ্রদেশের আইনজীবী। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই রাতেই সরানো হয় দেহ বলছে যোগী সরকারের।
হাথরস কাণ্ডে CBI তদন্তের আর্জি জানিয়েছে উত্তর প্রদেশ সরকার। এর আগেই যোগী সরকার হাথরস কাণ্ডে CBI তদন্তের কথা বলেছিল। সেই সময় বিরোধীদের আনেকেই দাবি জানিয়েছিলেন সিবিআই নয় বিচারবিভাগীয় তদন্ত হোক। সুপ্রিম কোর্টে, উত্তর প্রদেশ সরকারের সিবিআই তদন্তের আর্জির পর, স্বাভাবিক ভাবেই মামলার তদন্ত শীর্ষ আদালতের তত্ত্ববধানেই। উত্তর প্রদেশ সরকার শীর্ষ আদালতে জানিয়েছে কায়েমি স্বার্থে হাথরস কাণ্ডের রেশ ধরে সরকারকে কলিমা লিপ্ত করার চেষ্টা হয়েছে, তদন্তে সেই বিষয়টিকে নজরে রাখার আর্জি জানানো হয়েছে।