করে কারচুপির অভিযোগে আয়করের নোটিস নোকিয়াকে

করে কারচুপি করায় মোবাইল প্রস্তুতকারক সংস্থা নোকিয়াকে দু`হাজার কোটি টাকার জরিমানা করল আয়কর দফতর। প্রত্যুত্তরে নোকিয়ার দাবিগুলিতে স্থগিতাদেশ জারি করেছে দিল্লি আদালত। ফলে জরিমানা বাবদ ২০০০ কোটি টাকা দিতে হবে নোকিয়াকে।

Updated By: Mar 28, 2013, 05:12 PM IST

করে কারচুপি করায় মোবাইল প্রস্তুতকারক সংস্থা নোকিয়াকে দু`হাজার কোটি টাকার জরিমানা করল আয়কর দফতর। প্রত্যুত্তরে নোকিয়ার দাবিগুলিতে স্থগিতাদেশ জারি করেছে দিল্লি আদালত। ফলে জরিমানা বাবদ ২০০০ কোটি টাকা দিতে হবে নোকিয়াকে।
গত জানুয়ারিতে আয়কর বিভাগের এক আধিকারিক অভিযোগ তোলেন, প্রায় ৩ হাজার কোটি টাকার করে কারচুপি করেছে নোকিয়া। তার পরেই তদন্ত শুরু করে আয়কর দফতর। বৃহস্পতিবার সংস্থার তরফে জানানো হয়েছে, "নোকিয়া তার অবস্থানে অনড়। আইন মেনেই সব করা হয়েছে।" সংস্থার ভাবমূর্তি রক্ষা করতে সবরকম প্রচেষ্টা করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

.