আবার নোবেল পেতে পারেন এক ভারতীয়

Updated By: Feb 3, 2016, 05:21 PM IST
আবার নোবেল পেতে পারেন এক ভারতীয়

ওয়েব ডেস্কঃ মাদার টেরেসা, দলাই লামা ও কৈলাস সত্যার্থির হাত ধরে তিনবার ভারতে এসেছে নোবেল শান্তি পুরস্কার। আরও একবার ভারতের ঝুলিতে আসতে পারে এই পুরস্কার।

চতুর্থ ভারতীয় হিসেবে নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন শ্রী শ্রী রবি শঙ্কর। সাম্ভাব্য নোবেল শান্তি পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছে আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতার নাম, এমনই ইঙ্গিত রয়েছে থমসন রয়টার্স ফাউন্ডেসনের প্রকাশিত একটি রিপোর্টে। এছাড়াও এই তালিকায় রয়েছেন হলিউড অভিনেত্রি সুজান সারানডন ও মার্কিন স্পাই এজেন্সি কন্ট্রাকটর এডওয়ার্ড স্নোডেন।
আর্ট অব লিভিংয়ের মাধ্যমে শুধু ভারতেই নয়, গোটা বিশ্বে শান্তির বার্তা বহন করছেন শ্রী শ্রী রবি শঙ্কর। তাঁর এই মহৎ কর্মকাণ্ডকে সম্মান জানিয়েছন অনেক দেশ। সম্প্রতি তাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করেছে কলোম্বিয়া।

.