Trending on FB: এখন থেকে ক্যাশ অন ডেলিভারিতে পাওয়া যাবে রেলের টিকিট
এখন থেকে আপনি ট্রেনের টিকিট অন লাইন বুক করতে পারেন, ক্যাশ অন ডেলিভারি-তে টিকিটের দাম দেবেন। অর্থৎ আপনি টিকিট বুক করবেন অন লাইনে, টিকিট পৌঁছে যাবে আপনার বাড়িতে। তখনই আপনি দাম মেটাবেন।
নয়াদিল্লি: এখন থেকে আপনি ট্রেনের টিকিট অন লাইন বুক করতে পারেন, ক্যাশ অন ডেলিভারি-তে টিকিটের দাম দেবেন। অর্থৎ আপনি টিকিট বুক করবেন অন লাইনে, টিকিট পৌঁছে যাবে আপনার বাড়িতে। তখনই আপনি দাম মেটাবেন।
CoD-সুবিধা চালু করার কারণ, IRCTC চাইছে ক্রেডিট ও ডেবিট কার্ডের সাহায্যে যারা ঈ-টিকিট বুক করেন তাঁদের আরও সুব্যবস্থা করে দেওয়া। এমনকী যারা নেট-ব্যাঙ্কিংয় করতে পারেন না, তাঁরাও এই সুবিধা পাবে IRCTC জানিয়েছে।
এই প্রকল্পে যুক্ত এক IRCTC আধিকারিক জানিয়েছেন, "" অনলাইনে টিকিট বুক করবেন, টাকা দেবেন তাঁর বাড়িতে টিকিট পৌঁছনোর পর।''