সার্কাসে বন্ধ হচ্ছে হাতির খেলা

সার্কাসে আর দেখা যাবে না হাতির খেলা। দিল্লির এক পশুপ্রেমী সংগঠন কেন্দ্রীয় সরকারের সঙ্গে গাঁটছাড়া বেধে দেশের বিভিন্ন সার্কাস দল থেকে হাতি উদ্ধারে নামছে। শুরুতে মহিলা ও বাচ্চা হাতিদের উদ্ধার করে চিড়িয়াখানায় পাঠাবে এই পশুপ্রেমী সংগঠন। দেশজুড়ে বিভিন্ন সার্কাস থেকে প্রথম পর্যায়ে ৬৭টি হাতি উদ্ধার করা হবে।

Updated By: Nov 26, 2014, 02:04 PM IST
সার্কাসে বন্ধ হচ্ছে হাতির খেলা

ওয়েব ডেস্ক: সার্কাসে আর দেখা যাবে না হাতির খেলা। দিল্লির এক পশুপ্রেমী সংগঠন কেন্দ্রীয় সরকারের সঙ্গে গাঁটছাড়া বেধে দেশের বিভিন্ন সার্কাস দল থেকে হাতি উদ্ধারে নামছে। শুরুতে মহিলা ও বাচ্চা হাতিদের উদ্ধার করে চিড়িয়াখানায় পাঠাবে এই পশুপ্রেমী সংগঠন। দেশজুড়ে বিভিন্ন সার্কাস থেকে প্রথম পর্যায়ে ৬৭টি হাতি উদ্ধার করা হবে।

খেলা দেখানোর নামে সার্কাসে হাতিদের ওপর অত্যাচার চলে এই কারণে অনেক দিন থেকেই আন্দোলন করছিল এই সংগঠন। হাতিদের নিয়ে অস্ত্র, লোহার রড, পেরেক সহ খেলা দেখানোর উপর আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে সার্কাসে হাতির খেলা সম্পূর্ণ বন্ধ হয়নি। কিন্তু মহিলা, শিশু হাতিদের সার্কাস দল থেকে উদ্ধারের পর সেটাই ঘুরিয়ে হতে চলেছে।

সার্কাস দলের মালিকরা এই সিদ্ধান্তে বেজায় অখুশি। তাঁরা বলছেন, এই সিদ্ধান্তে দেশ থেকে কার্যত সার্কাস উঠে যেতে চলেছে।

 

.