এনআরএইচএম কেলেঙ্কারি : গ্রেফতার কুশওয়া

জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন (এনআরএইচএম)-এ হাজার হাজার কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তরপ্রদেশের প্রাক্তন পরিবার কল্যাণ মন্ত্রী বাবু সিং কুশওয়াকে গ্রেফতার করল সিবিআই। এই দুর্নীতিতে কুশওয়া ছাড়াও গ্রেফতার করা হয়েছে বহুজন সমাজ পার্টি (বিএসপি) বিধায়ক রামপ্রসাদ জয়সওয়ালকে।

Updated By: Mar 4, 2012, 11:43 AM IST

জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন (এনআরএইচএম)-এ হাজার হাজার কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তরপ্রদেশের প্রাক্তন পরিবার কল্যাণ মন্ত্রী বাবু সিং কুশওয়াকে গ্রেফতার করল সিবিআই। এই দুর্নীতিতে কুশওয়া ছাড়াও গ্রেফতার করা হয়েছে বহুজন সমাজ পার্টি (বিএসপি) বিধায়ক রামপ্রসাদ জয়সওয়ালকে।
এনআরএইচএম-এ আর্থিক দুর্নীতিতে মূল অভিযুক্ত কুশওয়াকে গত বছর ডিসেম্বরে বিএসপি থেকে বহিষ্কার করেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। বিএসপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি যোগ দেন বিজেপি-তে। শনিবার বেলা ১১টা নাগাদ কুশওয়া ও জয়সওয়ালকে সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ ৪ ঘণ্টা জেরার পর তাঁদের গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। ২০০৫-০৬ থেকে উত্তরপ্রদেশে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে ১০,০০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। অভিযোগ, কেন্দ্রের তহবিলের টাকা তছরুপ করে সে রাজ্যের পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী ও আমলারা।
কুশওয়া ও জয়সওয়ালকে নিয়ে এই দুর্নীতিতে মোট ১২ জনকে গ্রেফতার করা হল। অপরদিকে, বাবু সিং কুশওয়াকে গ্রেফতারের পরেই কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। সিবিআই-এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিজেপি-র বক্তব্য, নির্বাচন শেষ হতেই কুশওয়াকে গ্রেফতারেরজন্য সিবিআই-এর অপব্যবহার করেছে কংগ্রেস।

.