টুজি দুর্নীতির অন্যতম সাক্ষী হতে চলেছেন মোদীর সচিব

নরেন্দ্র মোদীর প্রধান সচিব হতে পারেন প্রাক্তন টেলিকম-মন্ত্রকের প্রধান নৃপেন্দ্র মিশ্র। কে এই নৃপেন্দ্র মিশ্র! পর্দার আড়ালে প্রশ্ন করলে টেলিকম কর্তারা এক বাক্যে বলবেন, গুরুগম্ভীর একজন ব্যক্তি যিনি তাঁর কাজে সবথেকে সেরাটাই দিয়ে থাকেন।

Updated By: May 27, 2014, 04:29 PM IST

নরেন্দ্র মোদীর প্রধান সচিব হতে পারেন প্রাক্তন টেলিকম-মন্ত্রকের প্রধান নৃপেন্দ্র মিশ্র। কে এই নৃপেন্দ্র মিশ্র! পর্দার আড়ালে প্রশ্ন করলে টেলিকম কর্তারা এক বাক্যে বলবেন, গুরুগম্ভীর একজন ব্যক্তি যিনি তাঁর কাজে সবথেকে সেরাটাই দিয়ে থাকেন।

১৯৭৭ উত্তরপ্রদেশে দীর্ঘ কংগ্রেস শাসনের অবসানের পর জনতা দল সরকার গঠন করে। মুলায়ম সিং যাদব সমবায় মন্ত্রী হলে নৃপেন্দ্র মিশ্র তাঁর সচিব হন। জাতীয় রাজনীতিতে যখন মুলায়মের জনপ্রিয়তা শিখরে, নৃপেন্দ্র মিশ্র ছিলেন সর্বক্ষনের সঙ্গী।

তবে নৃপেন্দ্র মিশ্র নজরে আসেন ১৯৬৭ উত্তরপ্রদেশে ক্যাডার অফিসার হিসাবে। প্রশাসনিক কাজে আমুল পরিবর্তন নিয়ে আসেন। উত্তরপ্রদেশের এক শীর্ষপদস্থ আমলা জানান, " নৃপেন্দ্র মিশ্র হলেন নির্ভুল ও কাজের প্রতি যত্নবান ব্যক্তি। তাঁর বৈঠকে তোমাকে সবসময় প্রস্তুত হয়ে থাকতে হবে।" আর এক অফিসার তাঁর কাজের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, "তাঁর কাজই তাঁকে সব আধিকারিকের কাছে যোগ্য করে তুলেছে। মোদীর স্বপ্নকে তিনিই একমাত্র পারবেন পূরণ করতে।"

২০০৪ তে ঠিক হয়েছিল এনডিএ সরকারে এলে নৃপেন্দ্র মিশ্র মন্ত্রিসভার সচিব হতেন, কিন্তু ইউপিএ সরকারে আসে। তবুও তিনি যোগ্য অফিসার হওয়ায় ইউপিএ সরকার তাঁকে পরিপূর্ণ ব্যবহার করে। তিনি নিয়ন্ত্রণ করতেন অর্থমন্ত্রক, রসায়নিক ও সার, টেলিকম মন্ত্রক। পরে তিনি টেলিকম সচিব পদ থেকে অবসর নেন।

পরবর্তীকালে টেলিকম রেগুলেটরি অথোরিটি অব ইন্ডিয়া (TRAI) র চেয়ারম্যান নিযুক্ত হন। প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা জড়িয়ে পড়েন টুজি দুর্নীতিতে। এই দুর্নীতির বিরুদ্ধে অন্যতম সাক্ষী ছিলেন নৃপেন্দ্র মিশ্র। তিনি টেলিকম লাইসেন্সকে এ রাজার "আগে এসে আগে নেবার" নীতিতে ভাগ করার বিরোধিতা করেছিলেন। এখন দেখার মোদীর `সুদিন আসার` স্বপ্নে নৃপেন্দ্র মিশ্র কিভাবে প্রশাসনিক `ছেঁড়া কেঁথায় তালিতাপ্পা` দেবেন।

.