রাখীর শুভেচ্ছা নিয়ে বিবস্ত্র হয়ে মাঝরাস্তায় মারামারি!

এমন দৃশ্য বোধহয় কেউ কখ্খনও দেখেননি। রাস্তার মাঝে চলছে মারামারি। তাও আবার রাখীতে পাওয়া শুভেচ্ছা নিয়ে। এখানেই শেষ নয়। শুনলে সবার চোখ কপালে উঠে যাবে। ভাবুন তো, রাখীর শুভেচ্ছা পাওয়া নিয়ে দুই বৃহন্নলা যদি বিবস্ত্র অবস্থায় রাস্তার মাঝে দাঁড়িয়ে মারামারি করে তাহলে সেই দৃশ্যটা আদৌ স্বস্তির হবে কিনা?

Updated By: Aug 18, 2016, 07:52 PM IST
রাখীর শুভেচ্ছা নিয়ে বিবস্ত্র হয়ে মাঝরাস্তায় মারামারি!

ওয়েব ডেস্ক : এমন দৃশ্য বোধহয় কেউ কখ্খনও দেখেননি। রাস্তার মাঝে চলছে মারামারি। তাও আবার রাখীতে পাওয়া শুভেচ্ছা নিয়ে। এখানেই শেষ নয়। শুনলে সবার চোখ কপালে উঠে যাবে। ভাবুন তো, রাখীর শুভেচ্ছা পাওয়া নিয়ে দুই বৃহন্নলা যদি বিবস্ত্র অবস্থায় রাস্তার মাঝে দাঁড়িয়ে মারামারি করে তাহলে সেই দৃশ্যটা আদৌ স্বস্তির হবে কিনা?

আরো পড়ুন- মন্ত্রীর সামনে ফাঁস 'গুণধর সরকারি কর্মীর কীর্তি' (ভিডিও)

ঘটনাটি ভারতেই। জব্বলপুরে। চলছিল রাখী বন্ধন উত্‍সব। সেখানেই শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে বাধে গোলোযোগ। আর সেখান থেকেই হাতাহাতি।

একটা সময় দুই গোষ্ঠীর মধ্যে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে এলাকা ছে়ড়ে পালিয়ে যান এলাকার বাসিন্দারা। পরে অবশ্য পরিস্থিতি শান্ত হয়।

.