রাজ্যসভায় মাত্র ৩৮; সংসদের দুই কক্ষে ১০০ সাংসদও নেই ওদের, কংগ্রেসকে তুলোধনা মোদীর

গতকাল রাজ্যেসভায় ৯ বিজেপি সাংসদ যোগ দেওয়ার পর সংসদের উচ্চকক্ষে এনডিএর সদস্য সংখ্যা গিয়ে দাঁড়াল ১১৮। বিজেপির একারই ৯৪

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Nov 3, 2020, 02:57 PM IST
রাজ্যসভায় মাত্র ৩৮; সংসদের দুই কক্ষে ১০০ সাংসদও নেই ওদের, কংগ্রেসকে তুলোধনা মোদীর
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: সোমবার উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন বিজেপির ৮ সাংসদ। উত্তরাখণ্ড থেকে জিতেছেন আরও ১ জন। সবেমিলিয়ে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্য়া হল ৯৪।

আরও পড়ুন-অফিস টাইমে ৬০০ যাত্রী নিয়ে বনগাঁ-ক্যানিং লোকাল!  কীভাবে আটকানো সম্ভব?

অন্যদিকে, রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ সংখ্যা কমে হল ৩৮। দেশের ইতিহাসে এই প্রথম কংগ্রেস রাজ্যসভায় নেমে এল ৪০ এরও নীচে। এনিয়ে আজ সোনিয়া গান্ধী শিবিরকে নিশানা করেন নরেন্দ্র মোদী।

মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে ফরবেসগঞ্জের এক সভা থেকে কংগ্রেসকে তুলোধনা করলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, এখন কংগ্রেসের এমন অবস্থা যে আপনি যদি সংসদের দুই কক্ষে কংগ্রেসের সদস্য সংখ্যা যোগ করেন তাহলে দেখবেন তাদের হাতে ১০০ জন সাংসদও নেই। প্রধানমন্ত্রী আরও বলেন, কংগ্রেস কখনও আসল ইস্যুর সমাধান করেনি। তাই তাদের তাদের সংখ্যা ১০০ নীচে নেমে গিয়েছে।

আরও পড়ুন-কালীপুজোয় বন্ধ বাজি? জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে NO ENTRY?

উল্লেখ্য, গতকাল রাজ্যেসভায় ৯ বিজেপি সাংসদ যোগ দেওয়ার পর সংসদের উচ্চকক্ষে এনডিএর সদস্য সংখ্যা গিয়ে দাঁড়াল ১১৮। বিজেপির একারই ৯৪। ফলে এবার কোনও বিল পাস করার ক্ষেত্রে  আরও সুবিধেজনক অবস্থায় চলে এল এনডিএ।

অন্যদিকে, বর্তমানে রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ সংখ্যা মাত্র ৩৮। লোকসভার সাংসদ সংখ্যা যোগ করলে তা দাঁড়ায় ৮৯। অর্থাত্ দুই কক্ষ মিলিয়ে ১০০ নীচে নেমে গেল কংগ্রেস।

.