কালীপুজোয় বন্ধ বাজি? জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে NO ENTRY?

Nov 03, 2020, 13:25 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোয় মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ হওয়ার পর এবার কি কালীপুজোয় বাজি নিষিদ্ধ হতে চলেছে?  

2/5

ইতিমধ্যেই বাজি বন্ধের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুসূয়া ভট্টাচার্য। 

3/5

আগামী ৫ নভেম্বর বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা। 

4/5

উল্লেখ্য, বাজি বন্ধের পাশাপাশি কালীপূজা, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো ইত্যাদি বিভিন্ন পুজোর প্যান্ডেলে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞার দাবিতেও হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। 

5/5

এই আর্জিতে মামলা দায়ের করছেন অজয় দে। এখন দেখার দুর্গাপুজোর পর কালীপুজোর ক্ষেত্রেও হাইকোর্ট কড়া অবস্থান নেয় কিনা।