ছ`ঘণ্টায় ৯ আধিকারিককে বদলি করলেন কেজরিওয়াল, রবিবার খুলে দিলেন জনতার দরবার

Determined to give New Delhi`s political and bureaucratic system a speedy makeover, Arvind Kejriwal as New Delhi Chief Minister, carried out a slew of measures on a day that saw nine IAS officers being transferred and a couple of brainstorming cabinet meetings.

Updated By: Dec 29, 2013, 10:50 AM IST

মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম জনতার দরবারে বসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল রামলীলা ময়দানে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন কেজরিওয়াল। প্রথম দিনেও বদলির নির্দেশ দেন বেশ কয়েকজন আমলাকে। মুখ্যমন্ত্রী হয়ে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারেন কেজরিওয়াল সেদিকেই নজর রয়েছে দিল্লি বাসীর।

বলিউডি ছবির মতোই। কিন্তু সিনেমা নয়। এটা রাজনীতির বাস্তব। তাও আবার খোদ রাজধানী দিল্লিতে। দিল্লি মুখ্যমন্ত্রী কেজরিওয়াল রবিবারও কাজ করছেন। খুটিয়ে দেখছেন দূরে পরে থাকা ইস্যুতে। মনে করেছেন টর্চের আলোর বিদায়ী সরকারের অনেক কালো ফাইল বেরিয়ে আসবে তা থেকে।

শপথ নিয়েই কাজ শুরু করে দেন অরবিন্দ কেজরিওয়াল। জল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন। বিদ্যুত্‍ মাশুল নিয়ে কথা বলেছেন অফিসারদের সঙ্গে। ক্যাবিনেটের সঙ্গেও বসেছেন। আর সবকিছু ছাপিয়ে জানিয়ে দিয়েছেন ঘুষ দিয়ে কাজ নয়। ঘুষ ছাড়াই চটজলদি কাজ হবে আপ সরকারের প্রশাসনে। বেশ কিছু আধিকারিকের বদলিও হয় গতরাতেই।

রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে মাঠ তখনও খালি হয়নি। টেলিভিশন ক্যামেরার লেন্স তাঁকে যুম ইন করে খোঁজার চেষ্টা করছে। তখন দিল্লির মুখ্যমন্ত্রীকে নিজের নীল ওয়েগানার খুঁজতে দেখা গেল। দেরি করেননি একটুকুও। সচিবালয় পৌঁছন ১টা ৩০ নাগাদ।

ম্যগসাসে পুরস্কারপ্রাপ্ত দিল্লির মুখ্যমন্ত্রী গতকাল ব্যস্ত ছিলেন প্রথম দিনেই বাজী মাত করলেন। আধিকারিকদের বদলি, মন্ত্রীদের নিরাপত্তা না নেওয়া, দিল্লিকে লালবাতি মুক্ত করা সবই করলেন একদিনে। দফায় দফায় দিল্লির পুলিস কমিশনারের সঙ্গেও বৈঠক চলে কেজরিওয়ালের।

.