CCTV ফুটেজ: বেঙ্গালুরুতে যুবতিকে অপহরণ ও শ্লীলতাহানির ঘটনায় ধৃত ১

বেঙ্গালুরুতে উত্তর-পূর্ব ভারতের এক যুবতিকে অপহরণ ও শ্লীলতাহানির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম অক্ষয়। বয়স ২৪ বছর। জানা গেছে, ধৃত অক্ষয় পেশায় একজন ক্যাব চালক।

Updated By: May 3, 2016, 03:32 PM IST
CCTV ফুটেজ: বেঙ্গালুরুতে যুবতিকে অপহরণ ও শ্লীলতাহানির ঘটনায় ধৃত ১

ওয়েব ডেস্ক : বেঙ্গালুরুতে উত্তর-পূর্ব ভারতের এক যুবতিকে অপহরণ ও শ্লীলতাহানির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম অক্ষয়। বয়স ২৪ বছর। জানা গেছে, ধৃত অক্ষয় পেশায় একজন ক্যাব চালক।

২৩ এপ্রিল রাতে পেয়িংগেস্টের বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন বছর ২৫-এর ওই তরুণী। সেইসময়ই পিছন থেকে এসে তাঁর উপর হামলা করে অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তাঁকে অপহরণ করে কাছেই নির্মীয়মাণ এক আবাসনে নিয়ে যায়। এরপর ওই যুবতিকে ধর্ষণের চেষ্টাও করে অভিযুক্ত। কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন ওই তরুণী। এরপরই সেদিনের ঘটনার CCTV ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিস।

.