কাশ্মীরে ইআইডি বিস্ফোরণে প্রাণ হারালেন এক সেনা জওয়ান, আহত আরও দুই

এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু’জন।

Updated By: Nov 17, 2019, 09:41 PM IST
কাশ্মীরে ইআইডি বিস্ফোরণে প্রাণ হারালেন এক সেনা জওয়ান, আহত আরও দুই

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে ভারত-পাক সীমান্তে ফের একবার বিস্ফোরণে প্রাণ হারালেন এক সেনা জওয়ান। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু’জন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মৃত জওয়ানের নাম সন্তোষ কুমার, তিনি উত্তরপ্রদেশের আগ্রার পুরা ভাদুরিয়া গ্রামের বাসিন্দা। বিস্ফোরণের পর আহতদের উদহামপুরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিত্সা চলছে আহত জওয়ানদের।

আরও পড়ুন: মাত্র ৬ দিনের বন্দিদশাতেই মৃত্যু হল ‘লাদেন’-এর

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেও পাক অনুপ্রবেশের চেষ্টা অব্যহত। গত সপ্তাহেই কাশ্মীরের গান্ডেরবাল এলাকায় পাক জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দেন ভারতীয় সেনা বাহিনী। সেনার গুলিতে খতম হয় দুই জঙ্গি। এই বিস্ফোরণের পিছনে কাদের হাত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ভারত-পাক সীমান্তে লাইন অব কন্ট্রোলে নরজদারী আরও বাড়ানো হয়েছে।

.