মাত্র ৬ দিনের বন্দিদশাতেই মৃত্যু হল ‘লাদেন’-এর
জাতীয় উদ্যানের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, উদ্যানে আনার পর থেকে হাতিটি ভালোই ছিল। কিন্তু হঠাত্করেই রবিবার সকালে তার মৃত্যু হয়
নিজস্ব প্রতিবেদন: বন্দিদশায় মৃত্যু হল অসমের ওরাং জাতীয় উদ্যানে বন্দি হাতি ‘লাদেন’-এর। এলাকায় মানুষজনের ওপরে হামলা চালানোর জন্য গোয়ালপাড়া জেলায় ‘লাদেন’ নাম দেওয়া হয় বছর পঁয়ত্রিশের ওই হাতিটির।
আরও পড়ুন-বিনামূল্যে আপনাকে দার্জিলিং নিয়ে যাচ্ছেন মদন মিত্র!
ওরাং জাতীয় উদ্যানের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, উদ্যানে আনার পর থেকে হাতিটি ভালোই ছিল। কিন্তু হঠাত্করেই রবিবার সকালে তার মৃত্যু হয়।
এলাকার মানুষের চাপে পড়ে গত ১১ নভেম্বর গোয়ালপাড়া জেলার রংজুলি জঙ্গল থেকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে পাকড়াও করা হয় লাদেনকে। এলাকার বিজেপি বিধায়ক পদ্মা হাজারিকা, বনকর্মী ও পশু চিকিত্সকদের উপস্থিতিতে হাতিটিকে অজ্ঞান করা হয়। এরপর লাদেনকে আনা হয় ওরাং জাতীয় উদ্যানে। বন দফতর হাতিটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও মানুষের চাপে তা শেষপর্যন্ত করা যায়নি।
আরও পড়ুন-নাম না করে দিলীপ ঘোষকে 'গরু' বললেন পার্থ!
কীভাবে বন্দিদশায় লাদেনের মৃত্যু হল তা তদন্ত করে দেখেছে বন দফতর। পশু চিকিত্সকদের একটি দলকে পাঠানো হয়েছে ওরাং জাতীয় উদ্যানে। সেখানেই তার দেহের ময়না তদন্ত হবে।