কুপওয়ারায় সেনা পোস্টের ওপরে হুড়মুড়িয়ে নেমে এল তুষার ধস; নিহত ১ জওয়ান, জখম ২

তুষারপাতের পরিমাণ দেখে  ইতিমধ্যেই কুপওয়ারা, বান্দিপোরা, বারামুলা ও গোন্ডলবাল জেলায় তুষার ধসের সতর্কতা জারি করছে জম্মু ও কাশ্মীর প্রশাসন

Updated By: Nov 18, 2020, 01:55 PM IST
কুপওয়ারায় সেনা পোস্টের ওপরে হুড়মুড়িয়ে নেমে এল তুষার ধস; নিহত ১ জওয়ান, জখম ২

নিজস্ব প্রতিবেদন: ভরসন্ধেয় সেনা তাঁবুর ওপরে নেমে এল তুষার ধস। বিপুল তুষারে চাপা পড়ে গেলেন দেশ বাঁচাতে এলওসির কাছে প্রহরারত কয়েকজন জওয়ান। মঙ্গলবার সন্ধেয় ওই তুষার ধসের ঘটনা ঘটে কাশ্মীরের কুপওয়ারার রোশন পোস্টে।

আরও পড়ুন-ধরা দিয়ে পালিয়েছে শীত, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২° বেশি

তুষার ধসের খবর পেয়েই চাপা পড়ে যাওয়া সেনাদের উদ্ধারে ছুটে আসেন অন্যান্য জওয়ানরা। উদ্ধার করা হয় ৩ জওয়ানকে। এদের মধ্যে একজনকে বাঁচানো যায়নি। অন্য দুজন গুরুতর জখম। সেনা সূত্রে খবর, নিহত জওয়ানের নাম নিখিল শর্মা(২৫)। ৭ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস কর্মরত ছিলেন তিনি। অন্য দুজন হলেন রমেশ চাঁদ ও গুরবিন্দর সিং।

আরও পড়ুন- আরও মজবুত হচ্ছে দু'দেশের সম্পর্ক, ফোনালাপে অঙ্গীকার বাইডেন-নমোর

ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গেই কাশ্মীরের উঁচু পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই ভারী বরফ পড়তে শুরু করেছে। তুষারপাতের জেরে জম্মু ও কাশ্মীর হাইওয়ের একাধিক জায়গা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। তুষারপাতের পরিমাণ দেখে  ইতিমধ্যেই কুপওয়ারা, বান্দিপোরা, বারামুলা ও গোন্ডলবাল জেলায় তুষার ধসের সতর্কতা জারি করছে জম্মু ও কাশ্মীর প্রশাসন।

.