আগামী ২ সপ্তাহে কমবে পেঁয়াজের দাম?

কবে কমবে পেঁয়াজের দাম? জানে না কেন্দ্রীয় সরকার। শুধু কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর আশা, আগামী দু-তিন সপ্তাহে নাগালের মধ্যে আসতে পারে পেঁয়াজের দাম। পেঁয়াজের ঝাঁঝে না দামেই এখন চোখে জল সাধারণ মানুষের। খোলাবাজারে ৭০ থেকে ৮০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অথচ গত বছরের এই সময়ে পেঁয়াজের দাম ছিল ২২ টাকার আশেপাশে। কেন এই দশা?

Updated By: Sep 20, 2013, 10:25 AM IST

কবে কমবে পেঁয়াজের দাম? জানে না কেন্দ্রীয় সরকার। শুধু কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর আশা, আগামী দু-তিন সপ্তাহে নাগালের মধ্যে আসতে পারে পেঁয়াজের দাম। পেঁয়াজের ঝাঁঝে না দামেই এখন চোখে জল সাধারণ মানুষের। খোলাবাজারে ৭০ থেকে ৮০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অথচ গত বছরের এই সময়ে পেঁয়াজের দাম ছিল ২২ টাকার আশেপাশে। কেন এই দশা?
সঠিক উত্তর নেই কৃষিমন্ত্রকের কাছে। দেশজুড়ে বাড়তে থাকা ক্ষোভের মুখে শেষপর্যন্ত ফলনকে দায়ী করে দায় ঝেড়ে ফেলতে চেয়েছে কেন্দ্র। কিন্তু, তাতে স্বভাবতই কোনও কাজ হয়নি। লাফিয়ে লাফিয়ে দাম বাড়তে বাড়তে চলে গিয়েছে নাগালের বাইরে। তবে, কৃষিমন্ত্রীর আশা আগামী দু-তিন সপ্তাহে কমতে পারে দাম। কীভাবে? মন্ত্রীর যুক্তি, তখন অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের খরিফ ফসল ঢুকতে শুরু করবে বাজারে। আর তাতেই নামবে দাম। একই সঙ্গে তাঁর বক্তব্য, অতিরিক্ত বর্ষায় পেঁয়াজ মহারাষ্ট্র থেকে অন্য রাজ্য নিয়ে যাওয়া সমস্যা হয়েছে। সেকারণেও বেড়ে গিয়েছে দাম। অথচ, মহারাষ্ট্রেই এনসিপি নেতাদের বিরুদ্ধে তো পেঁয়াজ নিয়ে ফাটকাবাজির অভিয়োগ উঠেছে!
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অবশ্য এই অভিযোগের  সত্যতা মানতেই রাজি নন। গ্রাহক পরিষেবা বিষয়ক মন্ত্রী কে ভি থমাসের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন শরদ পাওয়ার। কিন্তু, আদৌ কি দু-তিন সপ্তাহের মধ্যে কমবে পেঁয়াজের দাম? লোকসভা ভোটের আগে এই প্রশ্নটাই রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে মনমোহন সিং সরকারকে।

.