Operation Lotus, Arvind Kejriwal: ব্যর্থ বিজেপির 'অপারেশন লোটাস'! কেজরির পাশেই আপের সব বিধায়ক
Operation Lotus, Arvind Kejriwal: এই বিষয়ে আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ বলেন, "কেবলমাত্র সূত্রের খবরের ভিত্তিতে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নামে এফআইআর দায়ের হয়েছে। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েও কিছু উদ্ধার হয়নি। বরং বিজেপি আমাদের চারজন বিধায়ককে কেনার চেষ্টা করেছিল। প্রত্যেককে ২০ কোটি টাকা করে দেওয়ার কথা বলেছিল। বদলে তাঁদের দিল্লির সরকার ফেলতে সাহায্য করতে হত।"
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দিল্লিতে আম আদমি পার্টি (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বৈঠকে হাজির ৫৩ জন বিধায়ক। তাঁদের নিশানায় বিজেপি। আপ বিধায়কদের দাবি, মহরাষ্ট্রে সাফল্য পেলেও দিল্লিতে কাজ করেনি বিজেপির 'অপারেশন লোটাস' (Operation Lotus)। জানা গিয়েছে, অনুপস্থিত বাকি বিধায়কদের সঙ্গে ফোনে কথা বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বিধায়করা সকলেই নাকি কেজরির সঙ্গে থাকার বার্তা দিয়েছেন।
এই বিষয়ে আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ বলেন, "কেবলমাত্র সূত্রের খবরের ভিত্তিতে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নামে এফআইআর দায়ের হয়েছে। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েও কিছু উদ্ধার হয়নি। বরং বিজেপি আমাদের চারজন বিধায়ককে কেনার চেষ্টা করেছিল। প্রত্যেককে ২০ কোটি টাকা করে দেওয়ার কথা বলেছিল। বদলে তাঁদের দিল্লির সরকার ফেলতে সাহায্য করতে হত।"
This Meeting of all MLAs proves that kejriwal Govt is stable.
Operation Lotus Failed ! pic.twitter.com/wfQ5If1YYp
— Saurabh Bharadwaj (@Saurabh_MLAgk) August 25, 2022
যদিও কেজরিওয়ালের ডাকা বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন না আট বিধায়ক। যাঁদের মধ্যে রয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, স্পিকার রামনিবাশ গোয়েল, বিধায়ক গুলাব সিং, বিনয় গোয়েল, দিনেশ মোহানিয়া ও মুকেশ আহালওয়াত। যদিও তাঁরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছিলেন। আপ নেতা দুর্গেশ পাঠক বলেন, "বিজেপি আমাদের ভাঙতে পারবে না।" বৈঠখ শেষে রাজঘাটে যান আপ বিধায়করা। সেখানে তাঁরা প্রার্থনা করেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)