মহারাষ্ট্র, হরিয়াণাতেও সম্ভবত মোদী ঝড়ের প্রভাব, বলছে বুথ ফেরত সমীক্ষা

দুই রাজ্যের বিধানসভা ভোটেও সম্ভবত  অটুট থাকছে  গেরুয়া ঝড়। মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে বিজেপি। বিভিন্ন বুথফেরত সমীক্ষা অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে।

Updated By: Oct 16, 2014, 12:44 PM IST
মহারাষ্ট্র, হরিয়াণাতেও সম্ভবত মোদী ঝড়ের প্রভাব, বলছে বুথ ফেরত সমীক্ষা

ব্যুরো: দুই রাজ্যের বিধানসভা ভোটেও সম্ভবত  অটুট থাকছে  গেরুয়া ঝড়। মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে বিজেপি। বিভিন্ন বুথফেরত সমীক্ষা অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে। কয়েকটি সমীক্ষা রিপোর্ট অনুযায়ী  হরিয়ানাতেও ম্যাজিক ফিগারে পৌছবে বিজেপি।মহারাষ্ট্র এবং হরিয়ানা, দুই রাজ্যেই বুধবার ছিল ভোটগ্রহণ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই ছিল বিজেপির সামনে প্রথম পুরো দস্তুর নির্বাচনী চ্যালেঞ্জ। রবিবার ফলাফল ঘোষণার আগে বিভিন্ন বুথ ফেরত্‍ সমীক্ষা তাই নিঃসন্দেহে স্বস্তি দিয়েছে বিজেপিকে। প্রায় সবকটি সমীক্ষাতেই দুই রাজ্যে এগিয়ে বিজেপি।

মহারাষ্ট্রে এবারে সি-ভোটার ও টাইমস নাওয়ের সমীক্ষা বলছে, দুশো অষ্টআশিটি আসনের মধ্যে বিজেপি পাবে একশো উনত্রিশটি আসন। ছাপ্পান্নটি আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকবে শিবসেনা ।  সমীক্ষা অনুযায়ী কংগ্রেস তেতাল্লিশটি, এনসিপি ছত্রিশটি, এবং এমএনএস বারোটি।

এসি নিয়েলসন-এবিপির সর্বশেষ সমীক্ষা অনুযায়ী বিজেপি পাবে একশো চুয়াল্লিশটি। শিবসেনা সাতাত্তরটি। কংগ্রেস তিরিশটি। এনসিপি উনত্রিশটি। এমএনএস পাবে তিনটি আসন।

টুডেজ চাণক্য-নিউজ টুয়েন্টি ফোরের সমীক্ষায় অবশ্য মহারাষ্ট্রে বিজেপিকে ম্যাজিক ফিগারে পৌছে দিচ্ছে। ওই সমীক্ষা অনুযায়ী বিজেপি পাবে একশো একান্নটি আসন। শিবসেনা একাত্তরটি। কংগ্রেস সাতাশটি। এনসিপি আঠাশটি। আর এমএনএস পাবে এগারোটি আসন।

হরিয়ানায়ার ক্ষেত্রে নব্বইটি আসনের মধ্যে সি-ভোটার ও টাইমস নাওয়ের সমীক্ষা অনুযায়ী বিজেপি পাবে সাঁইত্রিশটি আসন।  আঠাশটি আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকবে আইএনএলডি। কংগ্রেস পাবে পনেরোটি আসন। আর ছটি কেন্দ্রে জয়ী হবে হরিয়ানা জনহিত কংগ্রেসের প্রার্থীরা।

তবে বিজেপি হরিয়ানাতেও একাই ম্যাজিক ফিগারে পৌছবে বলে দাবি করেছে এসি নিয়েলসন-এবিপির সর্বশেষ সমীক্ষা। সেই সমীক্ষা অনুযায়ী, হরিয়ানায় চুয়ান্নটি আসন যাবে বিজেপির দখলে। আইএনএলডি পাবে বাইশটি আসন। দশটি আসন পেতে পারে কংগ্রেস। দুটি আসন পাবে হরিয়ানা জনহিত কংগ্রেস।

একদিকে মহারাষ্ট্রে পনেরো বছরের কংগ্রেস-এনসিপি শাসন অন্যদিকে হরিয়ানায় কংগ্রেসের হুডা সরকার, কেন্দ্রে ক্ষমতায় আসার পর এই দুই রাজ্যেই  ক্ষমতা বদলের ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা। পালা বদল হয়ে শেষ পর্যন্ত এই দুই রাজ্য বিজেপির দখলে আসে কিনা তা জানতে অপেক্ষা করতে বলে রবিবার ভোট বাক্স খোলা পর্যন্ত।

 

.