নোট ইস্যুতে সংসদে বিজেপিকে একযোগে আক্রমণ করতে তৈরি বিরোধীরা

নোট ইস্যুতে সংসদে বিজেপিকে একযোগে আক্রমণ করতে তৈরি বিরোধীরা। সেই আক্রমণের মোকাবিলা করতে প্রস্তুতি বিজেপি শিবিরেও। রণকৌশল স্থির করতে আজ বৈঠকে বসছে বিজেপির সংসদীয় দল। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ।

Updated By: Nov 14, 2016, 12:34 PM IST
নোট ইস্যুতে সংসদে বিজেপিকে একযোগে আক্রমণ করতে তৈরি বিরোধীরা

ওয়েব ডেস্ক: নোট ইস্যুতে সংসদে বিজেপিকে একযোগে আক্রমণ করতে তৈরি বিরোধীরা। সেই আক্রমণের মোকাবিলা করতে প্রস্তুতি বিজেপি শিবিরেও। রণকৌশল স্থির করতে আজ বৈঠকে বসছে বিজেপির সংসদীয় দল। বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ।

আরও পড়ুন- ব্যাঙ্ক থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়ানোর নির্দেশ অর্থ মন্ত্রকের

বিজেপি মনে করছে টাকা বাতিলের সিদ্ধান্তে জনমত তাদের পক্ষেই রয়েছে। বাজার থেকে হঠাত্‍ টাকা উধাও হয়ে যাওয়ার দুর্ভোগ বিশেষ কোনও আপত্তি ছাড়াই মেনে নিয়েছেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নোট বদল কিংবা টাকা তোলা। সাধারণ মানুষের অসুবিধা নিয়ে বিরোধীরা সোচ্চার। তবে আম জনতার পক্ষ থেকে তেমন কোনও আপত্তি ওঠেনি। জনগণের ধৈর্যকে হাতিয়ার করেই বিরোধীদের আক্রমণের মোকাবিলা করতে তৈরি হচ্ছে বিজেপি।

এদিকে, টাকা তোলার উর্দ্ধসীমা বাড়ার পাশাপশি এবার সুখবর পেনশনভোগী সিনিয়র সিটিজেনদের জন্যও। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ৩০শে নভেম্বর থেকে বাড়িয়ে ১৫ই জানুয়ারি, ২০১৭ পর্যন্ত করা হয়েছে।

কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, কেটারার, টেন্ট হাউজ চেক বা ডিমান্ড ড্রাফ্ট বা অনলাইন পেমেন্ট নিচ্ছে না। এ ক্ষেত্রে উপভোক্তারা জেলা শাসক বা জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারবেন।

.