লখনউতে হবু বেয়াই মুলায়মকে 'হৃদয়' উপহার দিয়ে এলেন লালু

মিস্টি, উপহার আর আত্মীয়স্বজনদের সঙ্গে করে লালু প্রসাদ যাদব সপ্তাহান্তে ঘুরে এলেন হবু বেয়াই মুলায়ম সিং যাদবের বাড়ি।

Updated By: Dec 8, 2014, 01:04 PM IST
 লখনউতে হবু বেয়াই মুলায়মকে 'হৃদয়' উপহার দিয়ে এলেন লালু

 লখনউ: মিস্টি, উপহার আর আত্মীয়স্বজনদের সঙ্গে করে লালু প্রসাদ যাদব সপ্তাহান্তে ঘুরে এলেন হবু বেয়াই মুলায়ম সিং যাদবের বাড়ি।

এই দুই যাদব এখন ব্যক্তিগত ও রাজনৈতিক মধুর সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিজেপিকে আটকাতে মুলায়মের নেতৃত্বে ছ'টি রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধেছে লালুর আরজিডি-ও।

যদিও এই বার লালুর লখনউ যাত্রার কারণ ভীষণই ব্যক্তিগত ছিল।

আগামী সপ্তাহে দিল্লিতে লালুর ছোট কন্যা রাজলক্ষ্মীর সঙ্গে বাগদান হতে চলেছে মুলায়মের নাতি তেজ প্রতাপের। মে মাসে নির্বাচনে জিতে প্রথমবার সাংসদ হয়েছেন তেজ।

লখনউ এসে নিজের চেনা স্বভাবে লালু বলেছেন 'আমরা হৃদয়টাকেই উপহার দিতে নিয়ে এসেছি।''

অন্যদিকে, খুশির মেজাজে আছেন মুলায়মও। লালু তাঁর বিক্রমাদিত্য মার্গের বাড়ি আসার আনন্দে আপ্লুত মুলায়ম জানিয়েছেন, ''এবার থেকে লালুজি আমাদের আত্মীয়। এই বন্ধন প্রজন্মের পর প্রজন্ম চলবে।''

 

 

 

 

 

.