গরু পাচারকারীকে গ্রেফতার করতে গিয়ে স্থানীয়দের হামলায় জখম ৭ পুলিসকর্মী
ঘটনার পরই ওই এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিস বাহিনী। অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: গরু পাচারকারীকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হল পুলিসকর্মীদের। এই হামলায় গুরুতর জখম হয়েছেন ৭ জন পুলিসকর্মী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মরিয়াডিহ গ্রামে।
প্রয়াগরাজের পুলিস সুপার (ক্রাইম) আশুতোষ মিশ্র জানান, দীর্ঘদিন ধরেই ওই গরু পাচারকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার মরিয়াডিহ গ্রামে ‘ওয়ান্টেড’ ওই চোরাচালানকারীকে গ্রেফতার করতে যায় পুলিসের একটি দল। আর তখনই পুলিসকে বাধা দেয় একদল গ্রামবাসী। ওই গ্রামবাসীদের হামলায় জখম হয়েছেন ৭ জন পুলিসকর্মী। গ্রামবাসীদের বাধা আর হামলার মুখে পড়ে বাধ্য হয়েই তখন ফিরে আসতে হয় পুলিসকে।
Ashutosh Mishra, SP Crime, Prayagraj: Seven police personnel were injured in attack by villagers when they went to arrest a man wanted in a case of cow smuggling. Strict action will be taken and those involved in the attack will be arrested soon. (13.07.19) pic.twitter.com/JO9CXeiky2
— ANI UP (@ANINewsUP) July 14, 2019
আরও পড়ুন: চোখের নিমেষে ব্রহ্মপুত্র তলিয়ে গেল গোটা একটা স্কুল, দেখুন
পুলিস সুপার (ক্রাইম) আশুতোষ মিশ্র জানান, এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। আপতত ঘটনার পরই ওই এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিস বাহিনী। অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিস।