হয় মাস্ক না হয় জেল! ৪৪১ জনকে আটক করল এই রাজ্যের পুলিস

মাস্ক না পরে রাস্তায় বেরনো। কিংবা সামাজিক দূরত্ব না বজায় রাখা জাতিয় বিপর্যয় মোকাবিলা আইন,২০০৫ এর অধীনে আসে।

Updated By: Jun 11, 2020, 01:24 PM IST
হয় মাস্ক না হয় জেল! ৪৪১ জনকে আটক করল এই রাজ্যের পুলিস

নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় "মাস্ক ইজ ইওর টাস্ক।" কিন্তু মাস্ক না পরে বাইরে বেরলে কী হবে! জেল? মনিপুরে মাস্ক না পরে বাইরে বেরোনোর জন্য এবং সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য ৪৪১ জনকে আটক করেছে পুলিস।
৪৬৭ টি গাড়িকেও আটক করেছে মনিপুর পুলিস। আটক ব্য়ক্তিদেক কাছ থেকে মোট ৭১ হাজার ৩০০ টাকা জরিমানাও সংগ্রহ করেছে পুলিস।  তাঁদের কোর্টেও চালান করা হবে। একথাই বিবৃতি দিয়ে জানিয়েছেন পুলিসের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এল কাইলুন।

আরও পড়ুন: সরকার সাহায্য করেনি! না খেতে পেয়ে মারা গেল ৮০টি গরু

মাস্ক না পরে রাস্তায় বেরনো। কিংবা সামাজিক দূরত্ব না বজায় রাখা জাতিয় বিপর্যয় মোকাবিলা আইন,২০০৫ এর অধীনে আসে। একথাও জানানো হয়েচে পুলিসের পক্ষে। প্রসঙ্গত মনিপুরে এখন সক্রিয় করোনা আক্রান্ত ২৪৮ জন। মোট আক্রান্ত ৩১১। সারা দেশে আক্রান্ত প্রায় ২ লক্ষ ৮০ হাজার। মৃত ৭ হাজার ৭৪৫ জনের।

 

.