'আরে ইয়ার'-এর অর্থ কি? এবার থেকে জানুন অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে
ইংরেজি ভাষায় ঢুকে গেল 'আরে ইয়ার'। সিনেমার পর্দা থেকে বন্ধুদের আড্ডায় প্রচলিত শব্দবন্ধনীটি জায়গা পেয়েছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে। একই সঙ্গে চুড়িদার, ভেলপুরি আর ধাবা এই তিনটি শব্দকেও ঠাঁই দিয়েছে অক্সফোর্ড ডিকশনারি।
ওয়েব ডেস্ক: ইংরেজি ভাষায় ঢুকে গেল 'আরে ইয়ার'। সিনেমার পর্দা থেকে বন্ধুদের আড্ডায় প্রচলিত শব্দবন্ধনীটি জায়গা পেয়েছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে। একই সঙ্গে চুড়িদার, ভেলপুরি আর ধাবা এই তিনটি শব্দকেও ঠাঁই দিয়েছে অক্সফোর্ড ডিকশনারি।
ভাষা অভিধানে চলতি শব্দের স্থান এই প্রথম নয়। বরং প্রতিটি ভাষার সঙ্গেই প্রতিটি ভাষার কিছু না কিছু শব্দের দেওয়া নেওয়া হয়ে থাকে। বাংলা, হিন্দি, সংস্কৃত সমস্ত দেশীয় ভাষার শব্দকোষ বেড়েছে নিজেদের মধ্যে শব্দের আদান প্রদানেই। এমনকি ল্যাটিন, স্প্যানিশ, চীনা ভাষার কিছু শব্দ উচ্চারণগত ভাবে ঘরের ভাষায় পরিণত হয়েছে। মুখে মুখে ফিরেছে নানান শব্দ, যার আক্ষরিক অর্থ খুঁজে পাওয়া দায়। অভিধানেও স্থান ছিল না তাদের। এমনকি কিছু শব্দ যা শুধু এক্সপ্রেশন বাঁ কোনও পোশাক বা স্থান বিশেষে আমরা ব্যাবহার করি, সেগুলির আক্ষরিক অর্থ জানতে গেলে আমাদের হিমসিম খেতে হয়। গুগুলএও হদিশ পাওয়া যায় না তাদের। এমনটাও হয় ওই শব্দ হয়ত অন্য দেশে অন্য অর্থে ব্যবহৃত হয়।
তবে শব্দ বব্দবন্ধনী তখনই সামগ্রিক খ্যাতি পায় যখন তার ব্যবহার হয় সার্বজনীন। এমনই কিছু শব্দই এখন জায়গা করে নিল অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে। অর্থাৎ যাকে সোজা কথায় বলা যায় শব্দের আন্তর্জাতিকীকরণ।